BGMI খেলোয়াড়রা জিততে পারবেন 2 কোটি টাকা, দেখে নিন BGIS 2024 টুর্নামেন্টে অংশগ্রহণ করার পদ্ধতি

BGIS 2024 ইভেন্টের বিজয়ী টিম পুরস্কার হিসাবে 2 কোটি টাকা নিজের নামে করতে পারবেন!

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (BGMI) ভক্তদের জন্য ডেভলপার সংস্থা ক্রাফটন (Krafton) একটি অভিনব গেমিং টুর্নামেন্টের ঘোষণা করলো। আপনি যদি এই ব্যাটল রয়্যাল গেমটির নিয়মিত খেলোয়াড় হয়ে থাকেন, তবে আজই BGIS 2024 নামক এই ইভেন্ট অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। যদি আপনার গেমিং কৌশল দুর্দান্ত হয় এবং একটি শক্তিশালী টিম আপনার অধীনে থাকে, তবে জয়ী হওয়ার সম্ভবনা থাকবে। সর্বোপরি ইভেন্টের বিজয়ী টিম পুরস্কার হিসাবে 2 কোটি টাকা নিজের নামে করতে পারবেন!

BGIS 2024 ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে

জানিয়ে রাখি, BGIS 2024 টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আপনি যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান, তাহলে অবিলম্বে Krafton India Esports -এর ওয়েবসাইটে চলে যান। এখানে নিজের আধার কার্ডের তথ্য, মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী 31শে মার্চ।

BGIS 2024 ইভেন্টে রেজিস্ট্রেশন করার পদ্ধতি

BGIS 2024 টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রথমেই ক্রাফটন ইন্ডিয়া ই-স্পোর্টস (https://esports.battlegroundsmobileindia.com/) -এর ওয়েবসাইটে চলে যেতে হবে।

এবার স্ক্রিনের উপরি ডানদিকে রেজিস্টার/লগইন (Register/Login) লেখা বাটন দেখতে পারবেন, এতে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল নম্বর চাওয়া হবে। প্রদত্ত নম্বরে প্রাপ্ত ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) এন্টার করতে হবে।

ভ্যারিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার – নাম, BGMI ইউজারনেম এবং জন্মতারিখ এন্টার করতে বলা হবে।

পরবর্তীতে আধার নম্বর এবং আধার কার্ডের ছবি আপলোড করতে হবে।

এবার যাবতীয় তথ্য জমা দেওয়ার পর ‘প্রসিড’ (Proceed) বাটনে ক্লিক করতে হবে।

আর গেম আইডি ভ্যারিফিকেশন সেকশনে গিয়ে আপনার ইন-গেম ইউজারনেম সহ অবস্থান এবং ইন-গেম প্রোফাইল ফটো আপলোড করতে বলা হবে।

সবশেষে আপনাকে ‘কমপ্লিট রেজিস্ট্রেশন’ (Complete Registration) লেখা বিকল্পটি চয়ন করতে হবে।

এইভাবে BGMI টিম তৈরি করুন

BGIS 2024 টুর্নামেন্টে অংশ নেওয়ার পর আপনার প্রথম কাজ হবে একটা শক্তিশালী টিম তৈরী করা। কীভাবে এই কাজ করতে হয় না জানলে নীচে দেওয়া ধাপসমূহ অনুসরণ করুন।

  • রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, প্রোফাইল ড্যাশবোর্ডে চলে আসুন।
  • এখানে ‘ইয়োর টিম’ (Your Team) লেখা একটি বাটন দেখতে পারবেন। এতে ক্লিক করতে হবে।
  • আপনি যদি একটি নতুন দল বা টিম তৈরি করতে চান তবে ‘ক্রিয়েট এ টিম’ (Create a Team) বিকল্প চয়ন করতে হবে। আবার যদি কোনো বিদ্যমান টিমে যোগ দিতে চান তবে ‘জয়েন এ টিম’ (Join a Team) অপশনে ক্লিক করুন।
  • জানিয়ে রাখি, নতুন দল তৈরি করলে প্রথমেই একটা নাম দিতে বলা হবে। তারপর আপনি আপনার বন্ধুদের সাথে প্রাপ্ত কোড শেয়ার করে দলে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাতে পারবেন।
  • একটি দলে মোট চারজন প্রধান খেলোয়াড়, দুজন ঐচ্ছিক খেলোয়াড় এবং একজন মালিক বা ব্যবস্থাপক থাকা আবশ্যক।

এবার আসা যাক BGIS 2024 ইভেন্টে যোগদানের শর্তাবলীর প্রসঙ্গে। এই টুর্নামেন্টের অংশ হতে চাইলে আপনার বয়স 16 বছরের বেশি হওয়া বাধ্যতামূলক। একইভাবে গেম আইডি লেভেল 25 -এর উপর এবং র‌্যাঙ্ক প্ল্যাটিনাম ভি বা তার বেশি হতে হবে।