স্পিড নিয়ে অভিযোগের সুযোগ দেবে না, Xiaomi-র নতুন ফোনে থাকছে বড় চমক

শাওমি এই মুহূর্তে চীন এবং গ্লোবাল মার্কেটে Xiaomi 14 Ultra সহ বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চের তোড়জোড় শুরু করেছে৷ একইসাথে, সংস্থাটি আরও কিছু নতুন ডিভাইসের ওপরও কাজ করছে। যার মধ্যে অন্যতম Xiaomi Civi 4 এবং একে নিয়ে ইতিমধ্যে ইন্টারনেটের নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার এই আসন্ন Civi সিরিজের ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন।

সামনে এল Xiaomi Civi 4-এর স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-তে একটি আসন্ন স্মার্টফোনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। যদিও তিনি তার পোস্টে স্পষ্টভাবে ডিভাইসের নাম উল্লেখ করেননি, তবে এটি শাওমি সিভি ৪ বলে মনে করা হচ্ছে। ডিসিএস বলেছেন যে, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮-সিরিজের প্রসেসরের সাথে আসবে। যদি তথ্যটি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি তার পূর্বসূরি সিভি ৩-এ থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-এর থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে।

যদিও, টিপস্টারের এই বক্তব্যটি আগের রিপোর্টগুলির সাথে মেলেনা, যেখানে শাওমি সিভি ৪-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০-আল্ট্রা প্রসেসর থাকবে বলে দাবি করা হয়েছে৷ এছাড়াও ডিজিটাল চ্যাট স্টেশন জানান যে, ডিভাইসটিতে ১.৫কে রেজোলিউশন এবং মসৃণ ধাতব ফ্রেম সহ সামান্য কার্ভড ২.৭ডি ডিসপ্লে থাকতে পারে৷

শোনা যাচ্ছে, ফোনটির একটি কো-ব্র্যান্ডেড সংস্করণ থাকতে পারে। যেহেতু Xiaomi Civi 3-এরও ডিজনি (Disney) কো-ব্র্যান্ডেড মডেল ছিল, তাই কোম্পানি যদি Civi 4-এর সাথেও অনুরূপ কৌশল অনুসরণ করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শাওমি আগামী মে মাস নাগাদ Xiaomi Civi 4 লঞ্চ করতে পারে। কোম্পানিটি গত বছর মে মাসেই Civi 3 বাজারে এনেছিল, তাই এটির উত্তরসূরির জন্যও একই লঞ্চ টাইমলাইন আশা করা যায়।