Harley Davidson X440 নাকি Royal Enfield Classic 350? দুই লিজেন্ড বাইকের মধ্যে সেরা কে

Hero MotoCorp ও Harley-Davidson-এর যৌথ উদ্যোগে তৈরি X440 রেট্রো-বাইক আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। এই সেগমেন্টে বর্তমানে একচেটিয়া রাজ করছে Royal Enfield Classic 350। এটি রয়্যাল এনফিল্ড-এর বেস্ট সেলিং প্রোডাক্ট। ফলে আসন্ন Harley-Davidson X440-এর জন্য প্রতিযোগিতা যে বেশ কঠিন হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এই প্রতিবেদনে X440 ও Classic 350-এর তুলনা রইল।

Harley-Davidson X440 vs Royal Enfield Classic 350: ডিজাইন

রেট্রো মোটরসাইকেল সেগমেন্টে Harley-Davidson X440 সম্পূর্ণ নতুন মডেল হিসেবে আসছে। এতে গোলাকৃতি হেডলাইট, চওড়া বার, সাইড স্লাঙ্গ এগজস্ট, এবং ইঞ্জিন কম্পোনেন্টে ব্ল্যাক আউট থিমের দেখা মিলবে। নিউট্রাল সিটিং পজিশন এবং স্লিম ট্যাঙ্ক সহ আসবে বাইকটি। অন্যদিকে, Royal Enfield Classic 350-তে রেট্রো লুকের জন্য দেওয়া হয়েছে একটি ওল্ড স্কুল টিয়ারড্রপ ট্যাঙ্ক, দুটি গোলাকৃতি হেডলাইট, টায়ার হাগিং রাউন্ড ফেন্ডার, স্পোক হুইল। এতে নিউট্রাল আপরাইট সিটিং পজিশন মেলে।

Harley-Davidson X440 vs Royal Enfield Classic 350 : ফিচার্স ও ইক্যুইপমেন্ট

Harley-Davidson X440-তে রয়েছে সামনে ইউএসডি ফর্ক, পেছনে ডুয়েল শক, উভয় চাকায় ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল, এলইডি লাইটিং এবং সিঙ্গেল রাউন্ড ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি হুইল সমেত আসবে বাইকটি।

যেখানে Classic 350-তে উপস্থিত কভার সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, যা ইউএসডি ইউনিটের ন্যায় দেখতে, ডুয়েল রিয়ার শক, ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেক, ১৮ ইঞ্চি স্পোক হুইল, এবং একটি অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। উভয় মোটরসাইকেলের মধ্যে ফিচারের দিক থেকে Harley-Davidson X440 এগিয়ে।

Harley-Davidson X440 vs Royal Enfield Classic 350: ইঞ্জিন স্পেসিফিকেশন

Harley-Davidson X440-তে শক্তি যোগাতে থাকছে অয়েল কুল্ড, ৪৪০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে উৎপন্ন শক্তির পরিমাণ সম্পর্কিত কোন তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তুলনাস্ভরূপ, Classic 350-তে রয়েছে একটি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ৩৪৯ সিসি ইঞ্জিন। যা থেকে ২০ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

Harley-Davidson X440 vs Royal Enfield Classic 350: দাম

ভারতে Harley-Davidson X440 জুলাইয়ে লঞ্চ হবে। লঞ্চের পর এর মূল্য ২.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। অন্যদিকে Royal Enfield Classic 350-এর বর্তমান বাজার মূল্য ১.৯৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।