সস্তায় দুর্দান্ত ট্যাবলেট এনে বাজার কাঁপাতে চলেছে Samsung, দাম-ফিচার্স কেমন হবে

স্যামসাং তাদের আসন্ন বাজেট ট্যাবলেট, Samsung Galaxy Tab S6 Lite (2024) লঞ্চ করার জন্য প্রায় প্রস্তুত৷ জনপ্রিয় Galaxy Tab S6 Lite-এর এই উত্তরসূরিটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, যা শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে৷ আর এখন Galaxy Tab S6 Lite (2024) গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে হাজির হয়েছে, যা ট্যাবটির ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন তুলে ধরেছে।

Samsung Galaxy Tab S6 Lite (2024) Google Play Console লিস্টিং

গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস6 লাইট (2024)-এর এলটিই (LTE) ভ্যারিয়েন্টটি SM-P625 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে৷ লিস্টিং অনুযায়ী, ডিভাইসটির স্ক্রিনটি 240 পিপিআই পিক্সেল ডেনসিটির সাথে 2,000 x 1,200 পিক্সেলের রেজোলিউশন অফার করবে। এতে সম্ভবত তার পূর্বসূরির মতোই 10.4 ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস6 লাইট (2024) Samsung s5e8825 কোডনাম সহ একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। এটি এক্সিনস 1280 হতে পারে, যা 2.0 গিগাহার্টজ গতির ছয়টি কর্টেক্স-এ55 কোর এবং 2.4 গিগাহার্টজ গতির দুটি হাই-পারফরম্যান্স কর্টেক্স-এ78 কোর দ্বারা গঠিত। এর সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি68 জিপিইউ যুক্ত থাকবে। লিস্টিংটি ট্যাব এস6 লাইট (2024)-এ 4 জিবি পর্যন্ত র‍্যামের উপস্থিতি নিশ্চিত করে এবং সম্ভবত 64 জিবি থেকে 128 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণও করা যাবে।

জানিয়ে রাখি, Samsung Galaxy Tab S6 Lite (2024) ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI), সংযুক্ত আরব আমিরশাহীর (TDRA), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG), মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং ইউএল (UL)-এর মতো সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। এগুলি থেকে জানা গেছে যে, ট্যাবটিতে 15 ওয়াট চার্জিং সাপোর্ট সহ বড় 7,040 এমএএইচ ব্যাটারি থাকবে। এটি এস পেন (S Pen) স্টাইলাস সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Samsung Galaxy Tab S6 Lite (2024)-এ একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফ্ল্যাশ ছাড়াই একটি 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। এটি অ্যান্ড্রয়েড 14 ওএস ভিত্তিক ওয়ান ইউআই 6 কাস্টম স্কিনে চলবে।

দামের ক্ষেত্রে, 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ সহ Samsung Galaxy Tab S6 Lite (2024)-এর ওয়াই-ফাই মডেলটির দাম 429 ইউরো (প্রায় 39,000 টাকা) হবে বলে শোনা যাচ্ছে৷ তবে, এলটিই বা সেলুলার কানেক্টিভিটি যুক্ত ভ্যারিয়েন্টের দাম 459 ইউরো (প্রায় 41,720 টাকা)- এর কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্যামসাং ট্যাবলেটটি শিফন পিঙ্ক, অক্সফোর্ড গ্রে এবং সম্ভবত একটি নতুন লাইট গ্রীন কালারে বাজারে আসবে বলে জানা গেছে।