Samsung Galaxy A02s ফোনে থাকবে ৫০০০ mAh ব্যাটারি, লঞ্চ আসন্ন

কয়েকদিন আগেই বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গিয়েছিল Samsung এর এন্ট্রি লেভেল স্মার্টফোন Galaxy A02s কে। যেখান ফোনটি অক্টা কোর প্রসেসর সহ অন্তর্ভুক্ত ছিল। এবার এই ফোনটিকে আমেরিকার সার্টিফিকেশন সাইটে দেখা গেল। FCC তে Samsung Galaxy A02s কে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে দেখা গেছে। এই সাইটে ফোনটির মডেল নম্বর আছে Samsung SM-A025M/DS। জানিয়ে রাখি ডিএস কথার অর্থ ডুয়েল সিম। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ০২এস ডুয়েল সিমের সাথে লঞ্চ হবে।

FCC তে দেখা গেল Samsung Galaxy A02s কে

এফসিসি থেকে স্যামসাং গ্যালাক্সি এ০২এস মডেল নম্বর সহ ফোনটির ডিজাইন স্কেচও দেখা গেছে। এই ফোনের পিছনের ক্যামেরা সেটআপ হবে আয়তকার আকৃতির। আবার এই ক্যামেরা সেটআপ বামদিকের কোনায় অবস্থিত থাকবে। যদিও এখানে কটি ক্যামেরা থাকবে তা জানা যায়নি। এর পাশাপাশি এই সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Samsung Galaxy A02s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর আগে Demko সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ছবি – FCC

এদিকে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A02s ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ আসবে। এতে থাকবে ৩ জিবি র‌্যাম। আবার এতে ব্যবহার করা হবে অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসাবে থাকবে এড্রেনো ৫০৬। যেখান থেকে আন্দাজ করা যায় এই প্রসেসর হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর।

গিকবেঞ্চে Galaxy A02s সিঙ্গেল কোর টেস্টে ৭৫৬ পয়েন্ট পেয়েছে। আবার মাল্টি কোর টেস্টে স্কোর করেছে ৩,৯৩৪। এই ফোনটির দাম ১০ হাজার টাকার কম থাকবে। এই ফোনটি ছাড়াও স্যামসাং আরও দুটি এন্ট্রি লেভেল ফোনের ওপর কাজ করছে, যাদের নাম Samsung Galaxy A02 এবং Galaxy M02।