ছোট সাইজে বড় ধামাকা, 110 সিসির মিনি টু-হুইলার লঞ্চ করল Honda, কত দাম জানুন

দূরপাল্লার ভ্রমণের জন্য যেমন বড় ইঞ্জিনের প্রিমিয়াম মোটরসাইকেলের চাহিদা রয়েছে, তেমনই হালকা ওজন ও ছিমছাম ডিজাইনের টু হুইলারের অনুরাগীর সংখ্যাও বাড়তে দেখা যাচ্ছে। যার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে হাতেনাতে। TVS XL100 মোপেডটি আজ অসংখ্য মানুষের পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। এবারে এর কাছাকাছি ডিজাইনের একটি টু হুইলারের উপর থেকে পর্দা সরালো হোন্ডা। নাম – Honda Cross Cub 110। দর্শনের দিক থেকে মোপেডের মতো লাগলেও, এটিকে বাইক বলেই আখ্যায়িত করা হয়েছে।

Honda Cross Cub 110-এ কী বৈশিষ্ট্য আছে

আপাতত চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে হোন্ডার এই টু-হুইলারটি। পাশ থেকে দেখলে একসময় ভারতের বাজার কাঁপানো Bajaj M80 বলে মনে হবে। এতে অফ রোড রেডি টায়ার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ফর্ক গেইটর, হেডলাইট গার্ড এবং দীর্ঘ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যে কারণে বাইক রাগেড লুক পেয়েছে।

শক্তির উৎস হিসেবে Honda Cross Cub 110-এ যা হয়েছে একটি ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি এবং উৎপন্ন হবে। তবে এর টর্কের পরিমাণ জানানো হয়নি। পাওয়ারট্রেনের সাথে তাল মিলাতে দেওয়া হয়েছে ৪-গতির গিয়ারবক্স।

কোম্পানির দাবি, Honda Cross Cub 110 প্রতি ঘন্টায় ৮৫ কিলোমিটার টপ স্পিড তুলতে সক্ষম। এ থেকে বোঝা যাচ্ছে যে এই মডেলটি শহরের ঝাঁ চকচকে রাস্তায় চলার জন্যই তৈরি করা হয়েছে। চীনে যা দাম রাখা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ১.৪০ লাখ টাকা টাকা। একাধিক রঙের বিকল্পে এটি হাজির হলেও ইয়েলো কালার মডেলটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। তবে ভারতের বাজারে এটির লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।