Hero Splendor-কে বেগ দিতে আধুনিক অবতারে আসছে TVS Raedon, লঞ্চ হতে পারে দীপাবলিতে, যে পাঁচটি বিষয় জেনে রাখবেন

কমিউটার সেগমেন্টের গ্রাহকদের উদ্দীপনায় ভরিয়ে তুলতে দেশীয় টু-হুইলার সংস্থা টিভিএস (TVS) এবারে নতুন অবতারে Radeon মোটরসাইকেল আনতে চলেছে। এন্ট্রি লেভেল বা সস্তায় পুষ্টিকর টু-হুইলারের দুনিয়ায় TVS Radeon হল অন্যতম জনপ্রিয় একটি বাইক। দীর্ঘদিন বাইকটি কোনো আপডেট না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। নয়া মডেলে থাকছে বেশকিছু চোখ ধাঁধানো ফিচার্স। এই প্রতিবেদনে 2022 TVS Radeon-এর পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করা হল।

2022 TVS Radeon ডিজাইন

বর্তমান বাজার চলতি মডেলের ডিজাইনের সাথে TVS Radeon-এর নতুন সংস্করণ (2022)-এর কোনো ফারাক থাকছে না। আগের মতোই এতে একটি কার্ভি হেডল্যাম্প কাউল, একটি কম্প্যাক্ট ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক, একটি দীর্ঘ সিঙ্গেল পিস সিট, একটি বৃহৎ টেললাইট এবং পেছনে একটি লাগেজ র‍্যাক চোখে পড়বে। পূর্বের ন্যায় ১৮ ইঞ্চি পাঁচটি স্পোক যুক্ত অ্যালয় হুইলে আসবে বাইকটি।

2022 TVS Radeon হার্ডওয়্যার

TVS Radeon সিঙ্গেল ক্র্যাডেল ফ্রেমের উপর তৈরি হয়েছে। কমিউটার মোটরসাইকেল যা একটি জনপ্রিয় আর্কিটেকচার। এতে উপস্থিত চিরাচরিত টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ডুয়েল হাইড্রোলিক শকার (৫-স্টেপ অ্যাডজাস্টেবল)। Radeon-এর আপডেটেড ভার্সনে এই একই হার্ডওয়্যার লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।

2022 TVS Radeon ফিচার্স

নতুন Radeon-এর ফিচারের তালিকায় বেশ চমক থাকছে। নতুনত্বের মধ্যে SmartXonnect স্মার্ট ফোন কানেক্টিভিটি সহ একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প অফার করা হতে পারে। ব্রেকিং সিস্টেম হিসেবে কম্বাইন্ড ব্রেকিং সেটআপ সহ সামনে থাকতে পারে ২৪০ মিমি ডিস্ক ও পেছনে ১১০ মিমি ড্রাম ব্রেক। বর্তমান বাজার চলতি মডেলেও এই একই ব্রেকিং সিস্টেম রয়েছে।

2022 TVS Radeon ইঞ্জিন

বাজার চলতি মডেলটির মতই 2022 Radeon ১০৯.৭ সিসি ইঞ্জিনে দৌড়বে। যা থেকে ৮.১৯ পিএস শক্তি এবং ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৪-স্পিড গিয়ার বক্স। অর্থাৎ ট্রান্সমিশন বিকল্পে কোনো পরিবর্তন থাকছে না। তবে নতুন মডেলের মাইলেজ বাড়াতে দেওয়া হতে পারে intelliGO আইডল স্টার্ট/স্টপ সিস্টেম।

2022 TVS Radeon লঞ্চের সময়সূচি ও সম্ভাব্য মূল্য

এখনও পর্যন্ত 2022 TVS Radeon বাজারে হাজির হওয়ার প্রসঙ্গে কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২-এর দিওয়ালির সময়ে লঞ্চ হতে পারে বাইকটি। বাজারে বাইকটির মূল্য ৫৯,৯২৫-৭৪,৯৬৬ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। নতুন আপডেট যোগ হওয়ায় দাম খানিকটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।