ফের বিমানের মধ্যে Samsung Galaxy A21 ডিভাইসে বিস্ফোরণ, আপৎকালীন তৎপরতায় খালি করা হয় প্লেন

ফিরে এলো পাঁচ বছর আগের ঘটনার স্মৃতি। আরো একবার স্যামসাংয়ের (Samsung) স্মার্টফোন বিস্ফোরণের দরুন আতঙ্ক ছড়ালো। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি আলাস্কা এয়ারলাইনের একটি ফ্লাইটে যাত্রীর Samsung Galaxy A21 ডিভাইস ফেটে যায়। প্রকাশ্যে আসতেই বিষয়টিকে কেন্দ্র করে অন্যান্য যাত্রীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরী হয়। এরপরেই যাত্রীসুরক্ষার স্বার্থে এয়ারলাইন কর্তৃপক্ষ আপৎকালীন তৎপরতায় প্লেন খালি করে দেয়। সিয়াটেল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, ২০১৬ সালেও Samsung-র ফ্ল্যাগশিপ ডিভাইস, Galaxy Note 7 বিস্ফোরণের একাধিক ঘটনা সামনে আসে। এর ফলে তখন স্যামসাংয়ের ব্র্যান্ডমূল্য ও সুনাম যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।

Samsung Galaxy Note 7 নিষেধাজ্ঞার মুখে পড়েছিল

স্যামসাংয়ের পূর্বোক্ত ফ্ল্যাগশিপ ডিভাইস বিস্ফোরণের ক্ষেত্রে মূলত ব্যাটারিজনিত সমস্যাকে দায়ী করা হয়। একটি নয়, বরং মোবাইল ফেটে পড়ার একাধিক ঘটনা তখন প্রকাশ্যে আসে। এমনকি সেসময় কয়েকটি এয়ারলাইন সংস্থা উক্ত স্মার্টফোন সহ আকাশপথে সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করে। ফলে স্যামসাং কোটি কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়। ফের একবার উড়োজাহাজে মোবাইল বিস্ফোরণের ঘটনা তাই স্যামসাং কর্তৃপক্ষকে সিঁদুরে মেঘ দেখাচ্ছে!

সামান্য স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় প্লেন খালি করার কথা শুনে অনেকেই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফেটে পড়া Samsung Galaxy A21 ডিভাইসে আগুন লেগে ধোঁয়া তৈরীর ফলে এমন অবস্থা সৃষ্টি হয় যে প্লেন বিমানবন্দরের মাটি স্পর্শ করলে এয়ারলাইন কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের সরিয়ে দেয়। সচেতনতার কারণেই যাত্রীরা কোনো অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হননি।

Samsung Galaxy A21 ডিভাইসে আগুন ধরে যায় কারণ জানা যায়নি

Samsung Galaxy Note 7 ডিভাইস বিস্ফোরণ হওয়ার কারণ জানা গেলেও বর্তমান ঘটনার জন্য ডিভাইসের কোন দুর্বলতা দায়ী সেটা এখনো স্পষ্ট নয়। স্যামসাং কর্তৃপক্ষও এখনো এবিষয়ে কোনো মন্তব্য করেনি। স্মার্টফোনের অভ্যন্তরীণ ত্রুটির জন্য এই ঘটনা ঘটে থাকলে ভবিষ্যতে আরো একাধিক Samsung Galaxy A21 ডিভাইস বিস্ফোরণ বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও তেমনটা না হওয়াই দক্ষিণ কোরীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটির পক্ষে মঙ্গলজনক হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন