ফেসবুক ব্যবহারকারীরা সাবধান, এই ধরণের পোস্ট করলে অ্যাকাউন্ট হবে ব্লক

সোশ্যাল নেটওয়ার্কিং-এর যুগে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে Facebook। আমরা অনেক সময় ভালো করে যাচাই না করেই অনেক জিনিস Facebook-এ শেয়ার করে থাকি। কিন্তু এভাবে শেয়ার করার ফলে আপনার Facebook অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট যাতে ব্লক না হয় তার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে, চলুন দেখে নিই কি সেই বিষয়গুলি।

বেআইনি জিনিস কেনাকাটা

চিকিৎসা করা হয় না এমন ওষুধ থেকে শুরু করে নেশার জিনিস Facebook-এ কেনাকাটা নিষিদ্ধ। গোলাবারুদ এবং বন্দুক কেনাকাটাও এখানে নিষিদ্ধ। আপনি যদি এই সমস্ত জিনিস কেনাকাটা সংক্রান্ত কোন পোস্ট শেয়ার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যেতে পারে।

হিংসাত্মক পোস্ট বা কাউকে হুমকি দেওয়ার পোস্ট শেয়ার করবেন না

কোন ব্যক্তি, গোষ্ঠী, বা স্থানের বিরুদ্ধে হিংসাত্মক কথা প্রচার করলে Facebook সঙ্গে সঙ্গে সেই ইউজারদের ব্লক করে দেয়। তার সঙ্গে সঙ্গে Facebook-এর প্ল্যাটফর্মে কোন ব্যক্তিকে কোন প্রকার হুমকি দেওয়া যায় না। এছাড়া Facebook-এ পয়সা চাওয়া, কোন বিশেষ অস্ত্রের উল্লেখ বা তার ছবি দিয়ে বিক্রির জন্য অফার করা যায় না। এই ধরনের পোস্ট যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হবে তার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া হবে।

অকারণে কাউকে পোক করবেন না

আপনি যদি অকারণে লোকেদের পোক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।

সন্ত্রাসবাদী কার্যকলাপ

সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে রয়েছে সংগঠিত হয়ে ঘৃণা ছড়ানো, গণহত্যা বা সিরিয়াল কিলিং, মানুষ পাচার, সংগঠিত হিংসা বা অপরাধ। এই ধরনের কার্যকলাপ Facebook-এর মাধ্যমে করলে তা Facebook সরিয়ে দিতে পারে।

এছাড়া বেসরকারি সংস্থা, যা কোন রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোন লক্ষ্য অর্জনের জন্য বা কোন সরকারি বা আন্তর্জাতিক সংগঠনকে ভয় দেখানোর জন্য কোন হিংসাত্মক গতিবিধিতে অংশগ্ৰহণ করলে Facebook তাদের ব্লক করে দিতে পারে। সুতরাং নিজের অ্যাকাউন্ট বাঁচাতে চাইলে Facebook-এ এই সমস্ত কাজ কোন মতেই করবেন না।