Oppo Reno 6 Pro+ 5G দুর্দান্ত ফিচার সহ আসছে, দেখা গেল গুগল প্লে কনসোলের লিস্টিংয়ে

Oppp আগামী ২৭ মে চীনে Reno 6 সিরিজ লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এই সিরিজে তিনটি স্মার্টফোন থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে – Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+। বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের সৌজন্যে অফিসিয়ালি আত্মপ্রকাশ করার আগেই, বহুবার তিনটি ডিভাইসের স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেলস ফাঁস হয়েছে তিনটি মডেলের মধ্যে এবার Oppo Reno 6 Pro+ গুগল প্লে কনসোলে দেখা গেল। প্লে কনসোলের লিস্টিং থেকে স্মার্টফোনটির বেশ কয়েকটি ফিচার সামনে এসেছে।

Google Play Console-এর লিস্টিং থেকে কী কী তথ্য সামনে এসেছে

OPPO-Reno6-Pro-5G-Google-Play-Console

লিস্টিং অনুযায়ী, Oppo Reno 6 Pro+ Qualcomm SM8250 এবং Adreno 650 জিপিইউ সহ আসবে। অর্থাৎ স্মার্টফোনে Snapdragon 870 চিপসেট ব্যবহার করা হবে। অক্টা কোর এই প্রসেসরের সাথে থাকবে ৮ জিবি র‌্যাম, সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে। এছাড়াও, গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছে যে, Oppo Reno 6 Pro+ ফুল এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে।

অনলাইন রিটেলার সাইটের অফিসিয়াল লিস্টিং

Suning এবং Jd.com সহ চাইনিজ রিটেলার সাইটগুলি রিজার্ভেশনের জন্য Reno 6 সিরিজের প্রতিটি ফোনের লিস্টিং শুরু করে দিয়েছে। রিটেলার সাইটগুলির লিস্টিং থেকে Reno 6 Pro+ সহ Oppo Reno 6 সিরিজের বাকি হ্যান্ডসেট দু’টির অফিসিয়াল রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।

অপ্পো রেনো ৬ প্রো+ কার্ভড এজযুক্ত ডিসপ্লে সহ আসবে। ফোনে কোয়াড ক্যামেরা সেটআপে থাকবে। সামার হারুমি ও মুন সি কালার অপশনে ফোনটি পাওয়া যাবে। ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে অপ্পো রেনো ৬ প্রো+ লঞ্চ হবে।

OPPO Reno 6 Pro+ 5G Summer Harumi

Oppo Reno 6 Pro+ 5G সম্পর্কে আর কী জানা গিয়েছে

ফটোগ্রাফির জন্য অপ্পো রেনো ৬ প্রো+ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। জনপ্রিয় চীনা ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অপ্পো এখানে Sony IMX766 ইমেজ সেন্সর ব্যবহার করতে পারে। এছাড়া TENAA লিস্টিংয়ের ওপর ভিত্তি করে বলা যায়, এটি ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, এবং ২,২০০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি (৪,৫০০ এমএএইচ) সহ আসবে।

এছাড়া, অপ্পো রেনো ৬ প্রো+ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন