Vivo Y78: 50MP ট্রিপল ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং সহ নয়া ফোন লঞ্চ করতে চলেছে ভিভো

ভিভো খুব শীঘ্রই তাদের Y-সিরিজের অধীনে Vivo Y78 নামে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। চলতি মাসের শুরুতে এই ফোনটিকে গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। এটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মেরও অনুমোদন লাভ করেছে। আর এখন এই একই ডিভাইস চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। তালিকাটি কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে, যা এই ডিভাইস থেকে কি আশা করা যায় তার আভাস দিয়েছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y78-কে দেখা গেল TENAA-এর ডেটাবেসে

V2278A মডেল নম্বর সহ ভিভো ওয়াই৭৮ ফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, ফোনটি ২,৩৮৮ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৬৪ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে আসবে। ডিভাইসটিতে ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, যা সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট হতে পারে। ভিভো ওয়াই৭৮ ফোনটি ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পগুলির সাথে চারটি ভিন্ন কনফিগারেশনে আসবে। এছাড়া, ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এর স্টোরেজ ক্ষমতা বাড়াতে পারবেন।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৭৮-এর রিয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। এর ব্যাটারি ক্ষমতা সম্পর্কে তালিকা থেকে কিছু জানা যায়নি, তবে এর আগে ৩সি (3C) তালিকাটি প্রকাশ করেছিল যে, ফোনটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওয়াই৭৮ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর ওপরে অরিজিন ওএস (Origin OS) ইউজার ইন্টারফেসের স্তর থাকবে। স্মার্টফোনটির পরিমাপ হবে ১৬৪.০৫ x ৭৬.১৭ x ৭.৯৮ মিলিমিটার এবং ওজন হবে প্রায় ১৯০ গ্রাম।

বর্তমানে, Vivo Y78A-এর মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে, আশা করা হচ্ছে যে ভিভো শীঘ্রই এই ফোনটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এবং এটি সম্ভবত মে মাসে চীনে কেনার জন্য উপলব্ধ হবে। নয়া ভিভো ফোনটি স্ট্যান্ডার্ড ভার্সন হিসাবে উচ্চতর Vivo Y78+ এর নিচে অবস্থান করবে, যা গত সপ্তাহে সবচেয়ে উন্নত Y-সিরিজের ভিভো ফোন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। চীনে এর দাম বর্তমানে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৯৫০ টাকা)।