Realme 11 5G ও Realme 11X 5G বাজেটের মধ্যে 108 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সহ লঞ্চ হল, দাম দেখে নিন

Realme 11 5G, Realme 11X 5G সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।

আজ অর্থাৎ ২৩শে আগস্ট Realme ভারতে Realme 11 5G এবং Realme 11X 5G স্মার্টফোন দুটি লঞ্চ করল৷ আলোচ্য দুটি হ্যান্ডসেটের পাশাপাশি Realme Buds Air 5 এবং Realme Buds Air 5 Pro ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোনকেও উন্মোচন করা হয়েছে। Realme 11-সিরিজের উভয় মডেলই MediaTek Dimensity 6100+ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত FHD+ ডিসপ্লে এবং ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম এক্সপেনশন (DRE) ফিচার সাপোর্ট করে। পার্থক্যের কথা বললে, বেস মডেলটি ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। বিপরীতে Realme 11X 5G ফোনে ৬৪-মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং লেন্স এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। চলুন এবার নয়া Realme 11 5G এবং Realme 11X 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 11 5G, Realme 11X 5G ফোনের দাম এবং লভ্যতা

ভারতে রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এটি – গ্লোরি গোল্ড এবং গ্লোরি ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ এবং আগামী ২৯শে আগস্ট থেকে এর সেল শুরু হবে।

অন্যদিকে রিয়েলমি ১১এক্স ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৫,৯৯৯ টাকা। এটি – মিডনাইট ব্ল্যাক এবং পার্পল ডন কালারে এসেছে। আগামী ৩০শে আগস্ট থেকে এই ফোনটি কেনা যাবে।

Realme 11 5G, Realme 11X 5G সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। আর লঞ্চ অফার হিসাবে, ফ্লিপকার্ট থেকে আলোচ্য ফোনগুলিকে SBI অথবা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Realme 11 5G এর স্পেসিফিকেশন

ডুয়াল সিমের (ন্যানো) রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) Samsung AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ৬এনএম প্রসেসিং যদি ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে চলে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। যদিও এই হ্যান্ডসেটে ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম এক্সপেনশন (DRE) ফিচার সাপোর্ট করায়, ইউজাররা মোট ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

Realme 11 5G স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা ইউনিট লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আর সেলফি এবং ভিডিও চ্যাটিংয়ের জন্য রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এই রিয়েলমি হ্যান্ডসেটে সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, ডুয়াল স্ট্যান্ডবাই ৫জি কানেক্টিভিটি, ৪জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এ-জিপিএস, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট৷ Realme 11 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ১৭ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

Realme 11X 5G এর স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম ওএস চালিত রিয়েলমি ১১এক্স ৫জি স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই টাচস্ক্রিন – সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। ডিভাইসটি ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেটের সাথে এসেছে। আর স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি রম পাওয়া যাবে। এই মডেলটিও ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন (DRE) ফাঙ্কশনালিটি সমর্থন করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme 11X 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

Realme 11X 5G ফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস / এ-জিপিএস, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের পরিমাপ ১৬৫.৭x৭৬x৭.৮৯ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।