কোন এলাকায় অধিক করোনা আক্রান্ত, জানাবে এবার গুগল ম্যাপ

গোটা পৃথিবী যখন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, তখন মানুষের সাহায্য করতে নিজেদের ম্যাপে একের পর এক নতুন ফিচার যুক্ত করছে গুগল। সম্প্রতি Google Map এ বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে, যার সাহায্যে মানুষ কোনো এলাকা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। অর্থাৎ কোন এলাকায় মানুষ জটলা করছে বা কোন জায়গায় করোনা ভাইরাসের প্রভাব অধিক প্রভৃতি। এই সার্ভিস গুগল ম্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ।

করোনা ভাইরাসের কারণে বর্তমানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ব্যাপক সমস্যার। করোনা পরিস্থিতিতে এটা জানা অত্যন্ত প্রয়োজন যে আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটি তে কেমন ভিড় আছে। এবং আপনি যে যানবাহনের মাধ্যমে যাবেন সেই যানবাহনে কতটা ভিড় থাকতে পারে। এই কারণেই আপনাদের সহায়তায় এই সার্ভিসটি চালু করা হয়েছে গুগলের তরফ থেকে। যাতে আপনারা সুস্থ ভাবে দেশের যেকোনো জায়গায় চলাফেরা করতে পারেন।

স্থানীয় বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির থেকে গুগল এই তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছে। এই সার্ভিস ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে যেকোনো একটি ট্রিপের ডাইরেকশন দেখতে হবে। সেখানেই আপনারা জানতে পেরে যাবেন কোন জায়গায় ভিড় বেশি অথবা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি রয়েছে। বর্তমানে এই সার্ভিস আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে নিয়ে আসা হচ্ছে।

এছাড়াও আপনারা এবার থেকে গুগল ম্যাপে করোনা ভাইরাস টেস্টিং সেন্টার দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন আপনাকে একটি করে অ্যালার্ট দেবে যাতে আপনারা এলিজিবিলিটি এবং ফেসিলিটি গাইডলাইনস দেখতে পাবেন। এর ফলে স্থানীয় স্বাস্থ্য সেবা প্রণালীতে অতিরিক্ত চাপ কিছুটা কমবে। তবে এই অ্যালার্টের সুবিধা ভারতে আপনারা এখনও অবধি পাবেন না। এই ফিচার আনা হচ্ছে ইন্দোনেশিয়া, ইজরায়েল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাতে। গুগল এই ধরনের অ্যালার্ট অন্যান্য কোম্পানিগুলির সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *