দাম বাড়িয়ে নতুন রঙে বাজারে এল Kawasaki Ninja 1000SX

Kawasaki তাদের Ninja 1000SX বাইকটিকে একটু নতুন কালার স্কিমে বাজারে আনার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মডেলটির দামও বাড়ানো হয়েছে। গত মে মাসে BS6 ভ্যারিয়েন্টে Ninja 1000SX মডেলটিকে Kawasaki বাজারে এনেছিল। তখন এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছিল ১০.৭৯ লক্ষ টাকা। এখন ১০,০০০ টাকা দাম বৃদ্ধির ফলে Ninja 1000SX বাইকটির বর্তমান দাম দাঁড়াচ্ছে ১০.৮৯ লক্ষ টাকা।

Ninja 1000SX এখন নতুন এমেরাল্ড ব্লেজড গ্রীন কালার পেতে চলেছে। এটি বর্তমানে মেটালিক গ্রাফাইট গ্রে, মেটালিক কার্বন গ্রে এবং মেটালিক ডায়াবলো ব্ল্যাক কালার অপশানে উপলব্ধ।

Ninja 1000SX বাইকের মেকানিক্যাল স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে এর ১,০৪৩ সিসির ইন-লাইন ফোর সিলিন্ডার ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১৪০ বিএইচপি এবং ১১১ এনএম।

বাইকটির সামনে প্রিলোড অ্যাডজাস্টেবিলিটির সাথে ৪১ মিমি ইনভার্টেড ফ্রন্ট ফর্ক সাসপেনশন এবং রিয়ার গ্যাস চার্জড শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। বাইকের সামনের চাকায় ডুয়াল ৩০০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ২৫০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে।

বাইকটিতে ৪.৩ ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ব্লুটুথ নির্ভর স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। কাওয়াসাকির রাইডোলজি অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে আরোহী বাইক সর্ম্পকিত বিভিন্ন ডেটা অ্যাক্সেস করতে পারবেন। বাইকটিতে পাওয়া যাবে ইন্টিগ্রেটেড রাইডিং মোড (র্স্পোটস, রেইন ও রেড)। এছাড়া বাইকটির অন্যান্য ফিচারের মধ্যে আছে, কাওয়াসাকি ইন্টেলিজেন্ট অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল, হ্যান্ড অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ইত্যাদি।