Honor X7b: 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল অনরের নতুন ফোন

Honor X7b স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২০,৮০০ টাকা) থেকে

গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X7b। দাবি করা হচ্ছে, এটি সংস্থার পোর্টফোলিওর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। বিশেষত্বের কথায় আসা যাক এবার। আলোচ্য হ্যান্ডসেটটি – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ LCD ডিসপ্লে প্যানেল, ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া এই ফোন কোয়ালকমের অক্টা-কোর চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিনের সাথে এসেছে। চলুন Honor X7b স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor X7b স্মার্টফোনের স্পেসিফিকেশন

অনর এক্স৭বি স্মার্টফোনে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সসেলর ম্যাক্রো সেন্সর।

ভালো পারফরম্যান্সের জন্য Honor X7b স্মার্টফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে এতে ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি মেমরি মিলবে। যদিও এর ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম ইউজার ইন্টারফেস চালিত।

পরিশেষে অনরের এই লেটেস্ট স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে দীর্ঘ ১৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক, ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ৬৯ ঘন্টা মিউজিক স্ট্রিমিং অফার করতে সমর্থ।

Honor X7b স্মার্টফোনের দাম

Honor X7b স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২০,৮০০ টাকা) থেকে। এটি – ফ্লোয়িং সিলভার, এমেরাল্ড গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

এটি ভারতে কবে লঞ্চ হতে পারে তা এখনো নিশ্চিত করেনি অনর।