Oppo Find X5 ও X5 Pro পেল 3C সার্টিফিকেশন, থাকবে 80W ফাস্ট চার্জিং ফিচার

আগামী মার্চে লঞ্চ হতে পারে Oppo Find X5 সিরিজ। এই লাইনআপে দু’টি ফ্ল্যাগশিপ ডিভাইস আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে – Oppo Find X5 ও Oppo Find X5 Pro। আবার এই সিরিজের Lite ভ্যারিয়েন্ট অর্থাৎ Oppo Find X5 Lite গ্লোবাল মার্কেটে আসবে বলে অনুমান। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Find X5 Pro-র গ্লোবাল ও চীনা ভার্সনের মডেল নম্বর যথাক্রমে CPH2305 এবং PFEM10। এবার লেটেস্ট রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Find X5 ও Oppo Find X5 Pro এর চীনা ভ্যারিয়েন্ট 3C কর্তৃপক্ষের ছাড়পত্র লাভ করেছে।

PFEM10 ও PFFM10 মডেল নম্বরের দু’টি Oppo স্মার্টফোন চীনের 3C অথরিটির অনুমোদন পেয়েছে। প্রথমটি Find X5 Pro ও দ্বিতীয়টি Find X5 এর মডেল নম্বর বলেই মনে করা হচ্ছে। 3C লিস্টিং অনুযায়ী, ফোনগুলি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার সূত্রের খবর, Oppo Find X5 সিরিজের Pro ভার্সনে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

Oppo Find X5 খুব সম্ভবত MediaTek Dimensity 9000 প্রসেসরের সঙ্গে আসবে। অনুমান, ডিভাইসটির ক্যামেরা সেটআপ Find X5 Pro-এর চেয়ে একটু আলাদা হবে। এছাড়া Oppo Find X5 সম্পর্কে বিশেষ কোনও তথ্য সামনে আসেনি।

অন্য দিকে, Oppo Find X5 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড এলটিপিও ২.০ কোয়াড এইচডি+ ১২০ হার্টজ ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা, মেরিসিলিকন এক্স এনপিউ-সহ ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, Snapdragon 8 Gen 1 প্রসেসর, ১২ জিবি + ৫১২ জিবি পর্যন্ত মেমরি, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।