Gujrat Electric Vehicle Policy 2021 : বৈদ্যুতিন গাড়ি কিনলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ভর্তুকি

সরকারি সুযোগসুবিধা না মিললে বৈদ্যুতিক গাড়িতে উত্তোরণের পথ যে অনেকটাই কঠিন, সে কথা বিশেষজ্ঞরা বারবরাই স্মরণ করিয়ে দিচ্ছেন। ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই বৈদ্যুতিন গাড়ি সংক্রান্ত অনুকূল নীতি তৈরির রাস্তায় হেঁটেছে। এবার গুজরাতও বৈদ্যুতিক যানবাহন নীতি প্রকাশ করল। আগামী চার বছরের রাজ্যে ২ লক্ষ বৈদ্যুতিক যানবাহন দেখার লক্ষ্যমাত্রা নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী “Gujrat Electric Vehicle Policy 2021” এর ঘোষণা করেছেন।

Gujrat Electric Vehicle Policy 2021 একনজরে

  • আগামী চার বছরর মধ্যে রাজ্যে বৈদ্যুতিন যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা।
  • গুজরাটকে বৈদ্যুতিন যানবাহন এবং এর সাথে সর্ম্পকিত বিভিন্ন উপকরণের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা।
  • ইলেকট্রিক মোবিলিটির ক্ষেত্রে নবীন স্টার্টআপ ও বিনিয়োগকারীদের উৎসাহিত করা।
  • বায়ুদূষণ নিয়ন্ত্ৰণ করে পরিবেশকে সুরক্ষিত রাখা।
  • বৈদ্যুতিক গাড়ির জন্য বর্তমানে রাজ্যে ২৭৮টি চার্জিং স্টেশন উপলব্ধ। নতুন ২৫০টি চার্জিং স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে।
  • পেট্রোল পাম্পগুলিকে চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হবে।
  • আবাসন ও বাণিজ্যিক স্থানে চার্জিং ফেসিলিটি তৈরি করা।
  • গুজরাতের আরটিও-তে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধনের জন্য  কোনও খরচ লাগবে না।
  • নূন্যতম ৬ লক্ষ টন কার্বন ডান অক্সাইড গ্যাসের নির্গমন হ্রাস পাবে।
  • দু’চাকার গাড়ির জন্য ২০ হাজার, তিন চাকা গাড়ির জন্য ৫০ হাজার, এবং চার চাকা গাড়ির জন্য ১.৫ লক্ষ অব্দি ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
  • অন্য যে কোনও রাজ্যের থেকে গুজরাত প্রতি কিলোওয়াট পিছু দ্বিগুণ ভর্তুকি দেবে।
  • ভারত সরকারের ফেম-২ প্রকল্পের সুবিধা সহ গুজরাত সরকার বৈদ্যুতিন যানবাহনের ক্রেতাদের আর্থিক সুবিধা ও উৎসাহ দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন