২ হাজার টাকার কমে ভারতে Hipods H2 ওয়্যারলেস ইয়ারবাড আনলো Tecno

ভারতে এখন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এইকারণে Xiaomi, Realme ও অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলি বাজেট রেঞ্জে ও প্রিমিয়াম রেঞ্জে ভারতে ইয়ারবাডস নিয়ে আসছে। এবার স্মার্টফোন কোম্পানি Tecno ও ভারতে সস্তায় ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস নিয়ে এল। এই ইয়ারবাডসের নাম Tecno Hipods H2। সস্তায় এলেও এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। সাথে আছে টাচ কন্ট্রোল ও নয়েস ক্যান্সেলেশন ফিচারও। আসুন টেকনো হাইপডস এইচ২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Tecno Hipods H2 দাম:

ভারতে Tecno Hipods H2 এর দাম ১,৯৯৯ টাকা। এটি অনলাইনে অ্যামাজন এবং অফলাইনে টেকনো রিটেল স্টোর থেকে কেনা যাবে। অনলাইনে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ২৭ জুলাই। এটি কালো ও সাদা রঙে পাওয়া যাবে।

Tecno Hipods H2 স্পেসিফিকেশন:

টেকনো হাইপডস এইচ২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে স্মার্ট পপআপ ইন্টারফেস দেওয়া হয়েছে। এটি যেকোনো ডিভাইসের সাথে দ্রুত কানেক্ট হয়ে যায়। এতে ব্লুটুথ ভার্সন ৫.০ সাপোর্ট করবে। এতে ৪৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একবার চার্জ করলে ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। আবার পোর্টেবল চার্জিং কেসের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। কেবল ১৫ মিনিট চার্জ করলে এই ইয়ারবাডস ২ ঘণ্টা চলতে পারে। এই ইয়ারবাডসে নয়েস ক্যান্সেলেশন ফিচার দেওয়া হয়েছে। যার ফলে আশেপাশের আওয়াজ কানে পৌছাবেনা। এতে ফোন করার সময় বা গান শোনার সময় আওয়াজ স্পট আসে।

এতে স্মার্ট টাচ কন্ট্রোলের সাথে IPX4 প্রটেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ সামান্য একটু ঘাম অথবা জল পড়লে এই ইয়ারবাড এর কোনো ক্ষতি হবে না। অডিও শোনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটি অ্যাডভান্স কোডিং টেকনোলজির সাথে এসেছে। এতে ১২০এমএস এর লেটেন্সি আছে। এর কারণে অডিও সিগন্যাল পেতে এবং ব্যবহারকারীর কানে পৌঁছাতে খুব কম সময় লাগে।