Android: কীভাবে আপনার ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করবেন, কৌশল জেনে নিন

ছোটবড় বাগ সমস্যা এবং সিকিউরিটি দুর্বলতার থেকে রেহাই পেতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইসে নতুন সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করার সুযোগ পান। একইসাথে ডিভাইসে মজুত বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্যেও তাদের নতুন আপডেট ডাউনলোড করার দরকার পড়ে। মূলত Google Play-Store থেকেই আগ্রহী অ্যান্ড্রয়েড ইউজারগণ আলোচ্য অ্যাপ আপডেট সংগ্রহ করেন। বহুক্ষেত্রে স্মার্টফোনের ডিফল্ট সেটিংসের কারণে এই আপডেটের কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। অর্থাৎ তখন ইউজারের অজান্তেই অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপগুলি আপডেট হতে শুরু করে।

এমনিতে অটোমেটিক অ্যাপ আপডেটের প্রক্রিয়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর পক্ষে সুবিধাজনক হলেও অনেক সময় তা সকলের কাম্য নাও হতে পারে। প্রতিটি আপডেটের সাথেই অ্যাপগুলিতে নতুন নতুন ফিচারের সংযোজন ঘটে, কখনও আবার তাদের নীতি ও শর্তাবলি পরিবর্তিত হয়। সেক্ষেত্রে বদলে যাওয়া অবস্থায় একটি অ্যাপ ইউজারের কাছে কোনও বাড়তি Permission বা অনুমতি দাবি করতে পারে। তাই যথাযথভাবে খুঁটিয়ে না দেখে অনেকেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ আপডেট পছন্দ করেন না।

নিজেদের ডিভাইসে অটোমেটিক অ্যাপ আপডেটের প্রক্রিয়া নিষ্ক্রিয় রাখতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ধাপে ধাপে নীচের নির্দেশগুলি অনুসরণ করতে হবে। এর ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ডাউনলোডের হাত থেকে রেহাই পাবেন।

১। প্রথমে নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট থেকে Google Play-Store ওপেন করুন।

২। এবার স্ক্রিনের ডানদিকে উপরের প্রোফাইল আইকনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনুর দেখা মিলবে।

৩। মেনু থেকে ‘Settings’ বিকল্প বেছে নিয়ে সেটি সিলেক্ট করুন।

৪। এবার সেটিংসের অন্দরে ‘Network Preferences’ অপশনে ক্লিক করতে হবে।

৫। এরপর স্ক্রিনে ভেসে ওঠা বিকল্পগুলির মধ্যে ‘Auto-update Apps’ সিলেক্ট করুন।

৬। প্রাপ্ত পপ-আপ মেনু থেকে “Don’t Auto-udate Apps” বিকল্পটি বেছে নিয়ে ‘Done’ সিলেক্ট করুন। এর ফলে আগ্রহী ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন আপডেটের থেকে মুক্তি পাবেন।

এছাড়া কেউ চাইলে শুধুমাত্র নির্দিষ্ট একটি অ্যাপের জন্যেও অটোমেটিক আপডেট নিষ্ক্রিয় রাখতে পারেন। সেজন্য –

১। Google Play-Store ওপেন করার পর যে অ্যাপের অটোমেটিক আপডেট বন্ধ করতে চাইছেন সেটি খুঁজে নিন।

২। এবার স্ক্রিনের রাইট কর্নারে উপস্থিত থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।

৩। স্ক্রিনে হাজির Enable Auto-update বিকল্পের পার্শ্ববর্তী বক্সে ক্লিক করে সেটি Untick করুন। এরপর নির্দিষ্ট অ্যাপটি কোনোভাবেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে পারবেনা।