Ather 450X Gen 3: Ola-র চেয়েও সস্তায় বেশি রেঞ্জ ও নতুন ফিচার-সহ ইলেকট্রিক স্কুটার নিয়ে এল এথার, এক চার্জে 146 কিমি

ভারতের ইলেকট্রিক স্কুটার কোম্পানি হিসেবে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে এথার এনার্জি (Ather Energy)। যা সম্ভব হয়েছে তাদের বিশ্বমানের প্রযুক্তির হাত ধরে। এক সময় দেশের বাজারে উন্নত প্রযুক্তির একজোড়া ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছিল এথার। যাদের নাম – Ather 450X ও Ather 450 Plus। এগুলির জনপ্রিয়তা এতটাই বেশি যে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন নেই। তবে ইদানিং Ola, Okinawa সহ আরও অন্যান্য সংস্থার বেশি রেঞ্জের স্কুটারগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আপডেটেড মডেল বাজারে আনার প্রয়োজনীয়তা অনুভব করে এথার। তাই আজ আনুষ্ঠানিকভাবে স্কুটার দুটির তৃতীয় প্রজন্মের মডেল হাজির করল সংস্থা। Ather 450X ও 450 Plus-এর নয়া ভার্সনে বৃহত্তর ব্যাটারি, বেশি রেঞ্জ ও অন্যান্য ফাংশনাল আপডেট যুক্ত হয়েছে।

2022 Ather 450X ও 450 Plus ৩.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার একটি বৃহত্তর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সহ এসেছে। এখানে আগে ছিল ২.৯ কিলোওয়াট আওয়ার ইউনিট। 450X-এর নতুন মডেলটি রাইড মোডে বাস্তবিক ৮৫ কিমি ও ইকো মোডে ১০৫ কিমি রেঞ্জ দেবে বলে দাবি সংস্থার। পূর্বে রাইড ও ইকো মোডে এর রেঞ্জ ছিল যথাক্রমে ৭০ কিমি ও ৮৫ কিমি। আবার আইডিসি অর্থাৎ সর্বোচ্চ রেঞ্জ ১৪৬ কিমি বেড়েছে ১১৬ কিমি থেকে।

অন্যদিকে, Ather 450 Plus-এর আপডেটেড মডেলটি রাইড ও ইকো মোডে যথাক্রমে ৭০ কিমি ও ৮৫ কিমি পথ অতিক্রম করবে‌। আগে এর রেঞ্জ ছিল ৬০ কিমি ও ৭০ কিমি। ২০২২-এর মডেল দুটিতে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যেখানে এর উত্তরসূরী মডেলে ছিল ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ। এদিকে বড় ব্যাটারি থাকার কারণে চার্জিং টাইম বেড়েছে। আগে ০-৮০% চার্জ করতে যেখানে ৩ ঘন্টা ৩৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যেত, সেখানে এখন লাগবে ৪ ঘন্টা ৩০ মিনিট। তবে ০-১০০% চার্জ হতে লাগবে ৫ ঘন্টা ৪০ মিনিট, যা আগের তুলনায় ৫ মিনিট কম।

স্কুটারগুলির পেছনের ১২ ইঞ্চি এমআরএফ টায়ার এবার আরও চওড়া, যার মাপ ১০০/৮০ সেকশন। তবে সামনে আগের মতোই ৯০/৯০ সেকশন রয়েছে। এর ফলে রাইডিং আগের তুলনায় আরও আরামদায়ক হবে বলে এথারের দাবি। ফিচারে আপডেট বলতে নতুন ডিজাইনের রিয়ার ভিউ মিরর দেওয়া হয়েছে। ফলে পেছনের বস্তু আরও স্বচ্ছ হবে। অপশনাল হিসেবে বেছে নেওয়া যাবে ১৮ ও ১৬ লিটারের অ্যাক্সেসরি ব্যাগ। 2022 Ather 450X ও 450 Plus আগের তুলনায় ৩.৬ কেজি ওজন বাড়িয়ে বর্তমানে এর কার্ব ওয়েট ১১১.৬ কেজি। যার জন্য দায়ী বড় ব্যাটারি ও দেহের আয়তন বৃদ্ধি।

প্রসঙ্গত, 2022 Ather 450X ও 450 Plus-তে আগের মতোই একটি ৬ কিলোওয়াট পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্কোনাস মোটরে উপলব্ধ। যা থেকে ২৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়া টেলিস্কোপিক ফর্ক এবং মোনোশক সাসপেনশনটিও একই। পূর্বের মতো সিবিএস সিস্টেম সহ সামনে ও পেছনে যথাক্রমে ২০০ মিমি ও ১৯০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।  নতুন Ather 450 Plus-র দাম ১,১৬,১০১ টাকা থেকে শুরু। আর Ather 450X এর দাম শুরু হচ্ছে ১,৩৭,৬১২ টাকা থেকে।