টাচের বদলে পেন দিয়েই কাজ হাসিল, লঞ্চের দোরগোড়ায় Motorola-র নয়া মোবাইল ফোন

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে মোটোরোলা শীঘ্রই তাদের Moto G সিরিজের অধীনে Moto G Stylus 5G (2023) এবং Moto G 5G (2023) নামে দুটি স্মার্টফোন বাজারে লঞ্চ করবে। আশা করা হচ্ছে, লেনোভো (Lenovo)-অধীনস্থ ব্র্যান্ডটি এপ্রিলের শেষের দিকে বা মে মাসে উভয় মডেলের ওপর থেকে পর্দা সরাবে। তবে তার আগেই এখন মোটোরোলার আসন্ন হ্যান্ডসেট দুটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এই সার্টিফিকেশন ইঙ্গিত করে যে, Moto G Stylus 5G (2023) এবং Moto G 5G (2023)-এর লঞ্চ হতে আর বেশি সময় বাকি নেই। আসুন তাহলে ব্লুটুথ এসআইজি-এর তালিকা থেকে ফোনগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, দেখে নেওয়া যাক।

Moto G Stylus 5G (2023) এবং Moto G 5G (2023)-কে দেখা গেল Bluetooth SIG-এর ডেটাবেসে

স্টাইলাস সাপোর্ট যুক্ত বিশেষ মোটো জি স্টাইলাস ৫জি (২০২৩) এবং মোটো জি ৫জি (২০২৩) ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই শংসাপত্রগুলি থেকে জানা গেছে যে, ডিভাইস দুটিতে ব্লুটুথ ৫.১ সংযোগের জন্য সাপোর্ট রয়েছে৷ এছাড়াও ব্লুটুথ এসআইজি-এর তালিকাটি প্রকাশ করেছে যে, XT2315-1, XT2315-4 এবং XT2315-5 মডেল নম্বরগুলি মোটো জি স্টাইলাস ৫জি (২০২৩)-এর সাথে যুক্ত।

এখনও পর্যন্ত, মোটো জি স্টাইলাস ৫জি (২০২৩) সম্পর্কে সামান্য কিছু তথ্যই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনটি ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম, ৪ জিবি / ৬ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, একটি বিল্ট-ইন স্টাইলাস এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটির ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, এটি ব্রোঞ্জ এবং ব্ল্যাক কালার অপশনে বাজারে আসবে।

অন্যদিকে, ব্লুটুথ এসআইজি-এর সার্টিফিকেশন থেকে জানা গেছে যে XT2313-3, XT2313-4, এবং XT2313-6 মডেল নম্বরগুলি Moto G 5G (2023)-এর সাথে যুক্ত৷ গতবছর নভেম্বর মাসে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে, XT2313-3 মডেল নম্বর যুক্ত মোটোরোলার আসন্ন ফোনটির কোডনেম পেনাং ৫জি (Penang 5G)। তাই এখন মনে করা হচ্ছে যে, উল্লিখিত ডিভাইসটি আগামী দিনে Moto G 5G (2023) হিসাবে লঞ্চ হবে।

এছাড়াও, গত বছরের প্রতিবেদনে Moto G 5G (2023)-এর একটি চিত্রও শেয়ার করা হয়েছে। এই ছবি অনুযায়ী, হ্যান্ডসেটটিতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। লিক থেকে আরও জানা গেছে যে, ফোনটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। তবে ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে লঞ্চ না হওয়ার সম্ভাবনাই বেশি।