Okaya Freedum: চালাতে লাইসেন্স লাগবে না, সস্তায় নতুন মেড-ইন-ইন্ডিয়া ই-স্কুটার এল বাজারে

গতকাল Okaya EV ভারতে তাদের তৃতীয় ইলেকট্রিক স্কুটার Freedum লঞ্চ করেছে। এনার্জি স্টোরেজ সলিউশন প্রোভাইডার Okaya Group-এর এই ইভি আর্ম আগে AvionQ ও ClassIQ সিরিজের ই-স্কুটার বাজারে এনেছিল। সেগুলি বিপুল সাড়া ফেলেছিল। Okaya EV তাদের Freedum-এর মাধ্যমে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে আশাবাদী।

Okaya Freedum ব্যাটারি, রেঞ্জ স্পিড

ওকায়া ফ্রিডাম ভিআরএলএ লেড অ্যাসিড ব্যাটারি ও লিথিয়াম আয়ন ফসফেট (এলএফপি) ব্যাটারি বিকল্পে এসেছে। ব্যাটারির ক্ষেত্রে ভ্যারিয়েন্ট দু’টি আলাদা। তবে দু’টি মডেলেই ২৫০ ওয়াটের বিএলডিসি মোটর রয়েছে৷ সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটারটি চালানো যাবে। কম গতিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার হওয়ার দরুণ ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে না।

ওকায়া ফ্রিডাম-এর লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত মডেলটি একবার চার্জ দিলে পাড়ি দিতে পারে ৭০-৮০ কিলোমিটার পথ। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে ৪-৫ ঘন্টা। অন্য দিকে, লেড অ্যাসিড ব্যাটারির মডেলটি একটানা ৫০-৬০ কিলোমিটার চালানো যাবে৷ চার্জ দেওয়ার সময়ও অপেক্ষাকৃত বেশি। এটি ফুল চার্জ হতে ৮-১০ ঘন্টা সময় নেবে।

Okaya Freedum ডিজাইন ও ফিচার

ওকায়া ফ্রিডমের সামনের প্রান্তে ডিজাইন খুব আকর্ষণীয়। ই-স্কুটারটির ফ্রন্ট অ্যাপরনে সিঙ্গেল-পিস এলইডি হেডল্যাম্প এবং উভয় পাশে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। টার্ন ইন্ডিকেটরগুলি হ্যান্ডেলবারের উপরে অবস্থিত৷ স্কুটারটি সাদা, লাল, নীল, সবুজ, বাদামী, বেইজ-সহ একাধিক রঙে পাওয়া যাবে।

ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিস্ক ব্রেক (ফ্রন্ট), হুইল লক, অ্যান্টি-থেফ্ট এলার্ম, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, এবং ফরোয়ার্ড/রিভার্স মোড -Okaya Freedum-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

Okaya Freedum দাম

ওকায়া ফ্রিডাম-এর দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে। ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে।

Okaya Freedum একশো শতাংশ মেড ইন ইন্ডিয়া

ওকায়ার দাবি, তাদের লেটেস্ট ই-স্কুটারটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি যন্ত্রাংশ দেশের বাজার থেকেই নেওয়া। হিমাচল প্রদেশে তাদের কারখানায় ফ্রিডাম ই-স্কুটারের উৎপাদন করা হচ্ছে বলা জানিয়েছে ওকায়া।

Okaya আরও প্রোডাক্ট বাজারে আনবে

এক চার্জে ২৫০ কিলোমিটারের বেশি চলবে, এমন হাই-স্পিড, হাই-রেঞ্জ ইলেকট্রিক স্কুটার আর কয়েক মাসের মধ্যেই বাজারে আনার পরিকল্পনা করছে ওকাইয়া। চলতি অর্থবর্ষে বিজনেজ-টু-বিজনেস ও কনজিউমার সেগমেন্টে মোট চোদ্দোটি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন