Redmi Note 7 Pro গ্রাহকদের জন্য সুখবর, আসছে অ্যান্ড্রয়েড ১০ আপডেট

শাওমি গতবছর ভারতে Redmi Note 7 Pro লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের মধ্যে একটি। রেডমি নোট ৭ প্রো এর পর কোম্পানি রেডমি নোট ৮ প্রো এবং রেডমি নোট ৯ প্রো ও লঞ্চ করেছে। এবার কোম্পানি Redmi Note 7 Pro এর জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট নিয়ে হাজির হল। শুরুতেই এই আপডেট চীনে আসলেও ধীরে ধীরে আপডেটটি সমস্ত দেশেই চলে আসবে বলে কোম্পানি জানিয়েছে। কিছুদিন আগে কোম্পানি এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১০ বিটা ভার্সন আপডেট নিয়ে এসেছিল।

শাওমির ফোরাম অনুযায়ী, রেডমি নোট ৭ প্রো এর জন্য আসা এই আপডেটের ফাইল সাইজ হবে ২.১ জিবি। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক MIUI V11.0.1.0.QF আপডেটের সাথে কোম্পানি মে মাসের সিকিউরিটি প্যাচ ও দেবে। এই আপডেটের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অথবা ফোনের সেটিং থেকে ‘সফটওয়্যার আপডেট’ অপসন থেকেও এটি ডাউনলোড করতে পারবেন। নতুন আপডেটে ফোনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে। ভারতে রেডমি নোট ৭ প্রো এর দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে।

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন :

এই ফোনে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে,যার আসপেক্ট রেশিও হলো ১৯.৫:৯ এবং স্ক্রিন রেজোলিউশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল।স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ আছে। এই ফোন ২.০ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৭৫ অক্টা কোর প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের সাথে এসেছে।এছাড়াও ফোনে ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরার দেওয়া হয়েছে।যার প্রাথমিক ক্যামেরাটি Sony IMX586 সেন্সরের সাথে ৪৮ মেগাপিক্সেলের(এফ/১.৮ অ্যাপারচার) এবং দ্বিতীয়টি LED ফ্লাশের সাথে ৫ মেগাপিক্সেলের।আবার সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনটিতে কুইক চার্জ প্রযুক্তি যুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *