Samsung Galaxy M33 5G মিড-রেঞ্জে বাজিমাত করতে আসছে, Exynos 1200 প্রসেসরের সঙ্গে Geekbench-এ হাজির

Samsung একটি নতুন ফাইভ-জি স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুত হচ্ছে। বিভিন্ন মহল থেকে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী, সেই ফোনের নাম Samsung Galaxy M33 5G। হ্যান্ডসেটটির সম্পর্কে হালে নানা তথ্য উঠে এসেছে। শেষবার Galaxy M33 5G-এর ব্যাটারি বিষয়ক তথ্য লিক হয়েছিল। আর এখন ডিভাইসটি Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে।

Geekbench 5-এর লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy M33 5G-এর মডেল নম্বরটি হল SM-M336BU। সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে স্মার্টফোনটির স্কোর যথাক্রমে ৭২৬ পয়েন্ট ও ১৮৩০ পয়েন্ট। খুব সম্ভবত Galaxy M33 5G-এ Exynos 1200 প্রসেসর থাকার জন্যই এই পারফরম্যান্স। এখানে বলে রাখি, সংস্থার নিজস্ব এই অক্টা-কোর চিপসেট ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট করে। প্রসেসরের প্রথম ছ’টি কোরের ক্লক স্পিড ২ গিগাহার্টজ ও বাকি দুই কোরের ক্লক স্পিড ২.৪০ গিগাহার্টজ।

Galaxy M33 5G-এ ৬ জিবি র‌্যাম রয়েছে। এছাড়াও, আরও র‌্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে ডিভাইসটি বাজারে আসবে বলে ধরে নেওয়া যায়। ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড করা থাকবে। গিকবেঞ্চ থেকে আপাতত এটুকুই জানা গিয়েছে। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ইতিমধ্যেই সেফটি কোরিয়া (Safety Korea)-র ছাড়পত্র পেয়েছে৷ সার্টিফিকেশন পোর্টালটি থেকে জানা গিয়েছে যে, গ্যালাক্সি এম৩৩ ৫জি এর ব্যাটারির রেটেড ক্যাপাসিটি ৫,৮৩০ এমএএইচ। অর্থাৎ টিপিক্যাল ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। ডিভাইসের ব্যাক প্যানেলে দেখা যেতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি + ৮ মেগাপিক্সেল লেন্স + ২ মেগাপিক্সেল সেন্সর। সেল্ফি ক্যামেরা হিসেবে দেওয়া হতে পারে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। তথ্যগুলি সত্যি হলে মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর মধ্যে বাজিমাত করার সমস্ত গুণ রয়েছে।