সস্তা JioPhone Next ব্যবহার করবে ৫২০ মিলিয়ন মানুষ, ছক কষে এগোচ্ছে Reliance jio

বহু প্রতীক্ষার পর অবশেষে গত ২৪ জুন ৪৪ তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM)-এ Google-এর সাথে হাত মিলিয়ে সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, Jio Phone Next লঞ্চ করেছে Reliance Jio। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে। লঞ্চ ইভেন্টে মুকেশ আম্বানি জানিয়েছিলেন, এই সস্তা স্মার্টফোনটি সেইসব 2G ইউজারদের জন্য, যারা 4G নেটওয়ার্ক ব্যবহার করতে চায়। সত্যিই স্মার্টফোনটির যে ধরনের দামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এই বিষয়টি খুব স্পষ্ট যে ভারতের জনসংখ্যার একটি বড়ো অংশ এই স্মার্টফোনটি কেনার জন্য আগ্রহ দেখাবে। এবং বাস্তবিক অর্থে Reliance Jio-র লক্ষ্য অনেকটা সেইরকমই। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছে যে, ভারতের প্রায় অর্ধেক বিলিয়ন লোককে এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের মালিক করার লক্ষ্যমাত্রা নিয়েছে Jio।

Jio Phone Next দেশে লঞ্চ হওয়ার পরে কয়েক কোটি ফিচার ফোন ব্যবহারকারী ৪জি কানেক্টিভিটিতে স্যুইচ করার জন্য আগ্রহী হবে বলে একটি রিসার্চ ফার্ম জানিয়েছে, যার একটি অন্যতম কারণ হল আসন্ন ডিভাইসটির দাম। Jio-র তরফ থেকে নিশ্চিতভাবে ডিভাইসটির দাম সম্পর্কে কিছু না জানানো হলেও, এর আগে বেশ কয়েকটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ফোনটি ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে। তাই খুব স্বাভাবিকভাবেই যদি এত কম দামে ৪জি স্মার্টফোন পাওয়া যায়, তখন আর মানুষ খামোখা ২জি ব্যবহার করবে কেন!

JioPhone Next বিক্রি করার লক্ষ্য ৫২০ মিলিয়ন

ভারতের জনসংখ্যা ১.৩৯ বিলিয়ন অনুমান করে সম্প্রতি Counterpoint Research জানিয়েছে যে, প্রায় ৮৫০ মিলিয়ন মানুষের কাছে সেলফোন থাকলেও প্রায় ৫৪০ মিলিয়ন ব্যবহারকারী (যার মধ্যে তরুণ এবং বয়স্করাও অন্তর্ভুক্ত রয়েছে) এখনও স্মার্টফোন কিনতে সক্ষম নয়। তাই সাশ্রয়ী মূল্যের ৪জি স্মার্টফোনটি বিক্রি করার জন্য দেশের ৫২০ মিলিয়ন ব্যবহারকারীকে টার্গেট করছে Jio। এর মধ্যে রয়েছে ১৫০ মিলিয়ন আনকানেক্টেড ইউজার, ৫০ মিলিয়ন সেকেন্ড হ্যান্ড (এবং ব্যবহৃত) স্মার্টফোন ব্যবহারকারী এবং ৩২০ মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারী। এমনকি ২০১৭ সালে দেশে চালু হওয়া কোম্পানির পুরোনো JioPhone ব্যবহারকারীরাও এই স্মার্টফোনটির প্রতি আগ্রহী হবে, এবং ইতিমধ্যেই যাদের জিওফোন রয়েছে তারা এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কেনার জন্য আরও বিশেষ কোনো সুবিধা পাবেন কি না সেটা সময়ই বলতে পারবে।

JioPhone Next এসেছে Google-Jio-র হাত ধরে

উল্লেখ্য, সস্তায় ৪জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাণের লক্ষ্যে গত বছরই Reliance Jio-র সাথে হাত মিলিয়েছিল Google। এর পর থেকেই এই স্মার্টফোন হাতে পাওয়ার আশায় কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেইমতোই জিও ফোন নেক্সট এন্ট্রি লেভেল হার্ডওয়্যার ও অপ্টিমাইজ অ্যান্ড্রয়েড সহ বাজারে আসবে। মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও ফোন নেক্সট কেবল ভারতে নয়, বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে। ভারতের মতো দেশে যেখানে বাজেট ফোনের চাহিদা বিশাল, সেখানে এই স্মার্টফোনটি যদি সত্যি সত্যি ৩,০০০- ৪,০০০ টাকার রেঞ্জে পাওয়া যায়, তাহলে ফোনটি অসম্ভব জনপ্রিয়তা পাবে বলেই অনুমান করা যায়। এবং ফলস্বরূপ, Jio এবং Google উভয়ই যে লাভবান হবে সেকথা বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন