Redmi Pad Pro: ব্যাটারি 10,000mah, কিন্তু চার্জিং স্পিড কেমন? রেডমির নতুন ট্যাব নিয়ে কৌতুহল মিটল

শাওমি (Xiaomi) তাদের রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে চীনে আগামী 10 এপ্রিল Redmi Pad Pro নামে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। এটি Redmi Pad এবং Redmi Pad SE-এর পর ব্র্যান্ডের তৃতীয় ট্যাব হতে চলেছে। লঞ্চের আগে এখন সেটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। যা Redmi Pad Pro-এর ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে।

Redmi Pad Pro ট্যাবের ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ

2405CRPFDC মডেল নম্বর সহ একটি আসন্ন শাওমি ট্যাবলেট চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। যেহেতু ট্যাবটি শীঘ্রই চীনা বাজারে পা রাখতে চলেছে, তাই এটি জল্পনায় থাকা আসন্ন রেডমি প্যাড প্রো বলেই মনে করা হচ্ছে। 3C লিস্টিং অনুসারে, এই ট্যাবটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

শোনা যাচ্ছে যে, রেডমি প্যাড প্রো ট্যাবলেটটি পোকো ব্র্যান্ডিংয়ের সাথে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে। এটিই হবে পোকোর প্রথম ট্যাব। জানিয়ে রাখি, কয়েক সপ্তাহ আগে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) সার্টিফিকেশনে 2405CPCFBG মডেল নম্বর সহ একটি পোকো ট্যাবলেটকে দেখা গিয়েছিল। আসন্ন পোকো ট্যাবলেটের মডেল নম্বরটি রেডমি প্যাড প্রো-এর মতোই মনে হচ্ছে, যা রিব্র্যান্ডিংয়ের দিকে নির্দেশ করছে।

এছাড়াও, সম্প্রতি পোকো ব্র্যান্ডের একটি স্টাইলাস পেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে পোকোর প্রথম ট্যাবটি স্টাইলাসও সাপোর্ট করবে। শাওমি ইতিমধ্যেই রেডমি প্যাড প্রো-এ স্টাইলাস সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করেছে, যা আবারও নির্দেশ করে যে আসন্ন পোকো ট্যাবলেটটি এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

উল্লেখ্য, আসন্ন Redmi Pad Pro উচ্চ রিফ্রেশ রেট এবং 2.5K রেজোলিউশন সহ 12.1 ইঞ্চির এলসিডি (LCD) স্ক্রিনের সাথে আসতে পারে। এতে বিশাল 10,000 এমএএইচ ব্যাটারি থাকবে এবং হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।