২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১২৮ জিবি মেমোরির নতুন Phone বাজারে এল

Simple Phone নামে একটি মোটামুটি সাধারণ চেহারার হ্যান্ডসেট বাজারে উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড সিম্পল মোবাইল টুলস (Simple Mobile Tools)। এই নয়া ফোনে বাজারে বিদ্যমান বেশিরভাগ মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মতোই বেসিক হার্ডওয়্যার রয়েছে। Simple Phone আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio P60 চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই সদ্য লঞ্চ হওয়া ডিভাইসটির দাম ও স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

সিম্পল ফোন-এর মূল্য – Simple Phone Price

সিম্পল ফোন-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ৩৯৯ ইউরো (প্রায় ৩২,৩২০ টাকা) মূল্যে কেনার জন্য উপলব্ধ রয়েছে। রিপোর্ট অনুসারে, সিম্পল মোবাইল টুল তিন বছরের সফ্টওয়্যার আপডেট প্রদান করবে এবং ফোনটির সমস্ত অর্ডারের সাথে দুই বছরের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে। আগামী ১ নভেম্বর থেকে এই হ্যান্ডসেটটি সরবরাহ করা শুরু হবে।

সিম্পল ফোন-এর স্পেসিফিকেশন – Simple Phone Specifications

নবাগত সিম্পল ফোনে ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ আইপিএস ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৬০ প্রসেসর দ্বারা চালিত, যেটি প্রায় ৪ বছরের পুরানো। এই চিপসেটটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি সিম্পল ওএস (SimpleOS) কাস্টম স্কিনে রান করে। এই অপারেটিং সিস্টেমটি লুনার ওপেন মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১১-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Simple Phone-এর রিয়ার শেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। যদিও, ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের সেন্সরগুলির কার্যকারিতা কোম্পানির দ্বারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে, এগুলি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল এবং ম্যাক্রো ক্যামেরা হবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Simple Phone-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷

উল্লেখযোগ্যভাবে, Simple Phone-এ গুগল মোবাইল সার্ভিস (GMS) বা গুগল প্লে স্টোর (Google Play Store)- এর যেকোনো ধরনের গুগল পরিষেবার অভাব রয়েছে। তার পরিবর্তে, এই ডিভাইসটি এফ-ড্রয়েড (F-Droid)-এর সাথে এসেছে। জানিয়ে রাখি, এফ-ড্রয়েড হল একটি অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডের জন্য সফ্টওয়্যার সংগ্রহস্থল, যা গুগল প্লে স্টোরের অনুরূপ কার্যকারিতা পরিবেশন করে।