একসাথে চারটি ডিভাইস হবে চার্জ, Syska আনলো ১০০০০ mAh ব্যাটারিরি পাওয়ার ব্যাংক

এলএলডি বাল্ব থেকে হেডফোন, Syska এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার তারাই নিয়ে এল ‘মেড ইন ইন্ডিয়া’ পাওয়ার ব্যাংক WPB1002। এই পাওয়ার ব্যাংকের সঙ্গে রয়েছে টু-ওয়ে টাইপ-সি ইনপুট ও আউটপুট কেবল, যার সাহায্যে চার্জ দেওয়া-নেওয়া করা সুবিধাজনক। তাছাড়া ১০০০০ mAh এর এই পাওয়ার ব্যাংকের সঙ্গে ছয় মাসের ওয়ারেন্টিও থাকছে। চলুন Syska WPB1002 পাওয়ার ব্যাংকের দাম ও ফিচারগুলি জেনে নিই।

Syska WPB1002 এর দাম

১০০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত এই পাওয়ার ব্যাংকের দাম ২৮৯৯ টাকা। কিন্তু সিসকার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়ার ব্যাংকটি কিনলে ২৪৯৯ টাকা দাম পড়বে। এটি নীল আর কালো, দুই রঙে পাওয়া যাচ্ছে।

Syska WPB1002 এর স্পেসিফিকেশন

আগেই বলেছি Syska WPB1002 পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি ১০০০০ এমএএইচ। এছাড়া এই পাওয়ার ব্যাংকের ডাইমেনশন ১৪৬×৬৬×১৪.৬০ মিমি। একসাথে চারটি ডিভাইসে চার্জ দেওয়া যাবে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। এছাড়া এতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার।

Syska WPB1002 পাওয়ার ১১ স্তরের সুরক্ষা উপলব্ধ, যা কোন রকম লিক, ওভারহিটিং বা ওভারচার্জিং-এর সমস্যা থেকে ডিভাইসকে রক্ষা করে। এই ডিভাইসের স্মার্ট সার্কিট কারেন্টকে একটি একক চ্যানেলে প্রবাহিত হতে সাহায্য করে। অতিরিক্ত সুরক্ষার জন্য এতে রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড প্রোটেকশন যা শর্ট সার্কিট থেকে ডিভাইসকে রক্ষা করে। শুধু তাই নয়, এই পাওয়ার ব্যাংকের ডিজাইন এমনভাবে করা হয়েছে, যার ফলে কোন রকম ওভারহিটিং-এর সমস্যা তৈরি হবে না। ফলে পাওয়ার ব্যাংক এবং ডিভাইস দুইই সুরক্ষিত থাকবে। আবার এই পাওয়ার ব্যাঙ্কের ডিজাইনও এমন যা পকেটে সুন্দর ভাবে এঁটে যায়।

উল্লেখ্য, Syska WPB1002 পাওয়ার ব্যাংকের সঙ্গে ছয় মাসের ওয়ারেন্টিও থাকছে। কেনার তারিখ থেকেই ছয় মাসের হিসাব করা হবে। এই সময়ের মধ্যে পাওয়ার ব্যাংকে কোন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ধরা পড়লে এটি বদলে দেওয়া হবে।