বাজাজ, টিভিএস ধারেকাছে কেউ নেই, নজির গড়ে রেকর্ড স্কুটার বিক্রি করল Ola Electric

ফেব্রুয়ারিতে ভারতের ইলেকট্রিক টু হুইলার মার্কেট তাৎপর্যপূর্ণ অগ্রগতির সাক্ষী থাকল। 2024-এর একই সময়ের তুলনায় গত মাসে ই-বাইক ও ই-স্কুটারের বিক্রি 24% বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বাহন (Vahan) পোর্টাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি মাসে 81,963টি ইভি টু-হুইলার বিক্রি হয়েছে। চলুন দেখে নিই, আগের মাসে ই-স্কুটার বিক্রির নিরিখে কোন সংস্থাগুলি প্রথম পাঁচে রয়েছে।

Ola Electric

ফেব্রুয়ারি, 2024-এও বেচাকেনার দিক থেকে Ola Electric তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে। সংস্থা মোট 33,722 ক্রেতার হাতে টু হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। ফলে ইলেকট্রিক স্কুটার মার্কেটে তাদের শেয়ারের পরিমাণ বেড়ে হয়েছে 41.1%। জানুয়ারি, 2024-এ যা ছিল 39.54%। ডিসকাউন্ট দেওয়ার জন্যই বিক্রিতে এই বাড়বাড়ন্ত বলে মনে করা হচ্ছে।

TVS Motor

iQube-এর জনপ্রিয়তার কাঁধে ভর করে বিক্রি বাড়িয়ে নিতে পেরেছে TVS Motor। আগের মাসে সংস্থাটি 14,499টি ব্যাটারি চালিত স্কুটার বেচেছে। তবে জানুয়ারিতে 18.6 শতাংশ মার্কেট শেয়ার থেকে কমে ফেব্রুয়ারিতে হয়েছে 17.7 শতাংশ।

Bajaj Auto

তালিকার তৃতীয় স্থানে Bajaj Auto। বর্তমানে তাদের একটি মাত্র ইলেকট্রিক স্কুটার Chetak আগের মাসে বিক্রি হয়েছে 11,618 ইউনিট। এ বছর জানুয়ারির তুলনায় যা 876 ইউনিট বেশি। ফলে মার্কেট শেয়ার 13.21 শতাংশ থেকে বেড়ে হয়েছে 14.2 শতাংশ।

Ather Energy

বেঙ্গালুরু ইলেকট্রিক স্কুটার নির্মাতা Ather Energy লড়াইয়ের ময়দানে টিকে থেকে চার নম্বরে নাম তুলেছে। গত মাসে মোট 8,983 জন গ্রাহক তাদের বিদ্যুচ্চালিত টু হুইলার আপন করেছেন। বর্তমানে তাদের মার্কেট শেয়ারের পরিমাণ 11%।

Greaves Electric

তালিকার সর্বশেষ স্থান অর্থাৎ পাঁচ নম্বরে জায়গা পেয়েছে Greaves Electric। তাদের ইলেকট্রিক টু হুইলার নির্মাণকারী শাখা Ampere গত মাসে মোট 2,606টি ই-স্কুটির বিক্রি করতে পেয়েছে। জানুয়ারির তুলনায় তাদের বিক্রি বেড়েছে 255 ইউনিট। ফলে বর্তমানে শতকরা 3.2% মার্কেট শেয়ার তাদের দখলে আছে।