Telecom Sector: রেকর্ড আয়, ২০২২ অর্থবর্ষে টেলিকম ক্ষেত্র থেকে কেন্দ্রের ঘরে এল প্রায় ৮৬ হাজার কোটি টাকা

পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে চলতি অর্থবর্ষে (FY22) টেলিকম সেক্টর থেকে প্রায় ৮৬ হাজার কোটি টাকা আয় করলো ভারতের কেন্দ্রীয় সরকার! আজ্ঞে হ্যাঁ, সদ্য সামনে আসা এক পরিসংখ্যানে টেলিকম সেক্টর থেকে কেন্দ্রীয় সরকারের এই বিপুল আয়ের হিসেব স্পষ্ট হয়েছে। জানা গেছে, ২০২২ অর্থবর্ষে টেলিকম ক্ষেত্র থেকে কেন্দ্র মোট ৮৫,৬৪০ কোটি টাকা আদায় করেছে, যা গত অর্থবর্ষের (FY21) তুলনায় পুরো ৮৯ শতাংশ বেশি! উল্লেখযোগ্য ব্যাপার হল, স্পেক্ট্রাম নিলামের আয়োজন ছাড়াই আলোচ্য ক্ষেত্র থেকে সরকার এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহে সফল হয়েছে।

Jio এবং Airtel -এর সৌজন্যে রেকর্ডভাঙা লক্ষ্মীলাভ – বলছে পরিসংখ্যান

টেলিকম ক্ষেত্র থেকে সরকারের রেকর্ড আয়ের পিছনে প্রধান কারণ হিসেবে Reliance Jio এবং Bharati Airtel -এর পূর্ববর্তী সমস্ত স্পেক্ট্রাম দেনা মিটিয়ে দেওয়ার প্রসঙ্গ খুব জোরালোভাবে উঠে আসছে। চলতি বছরে দেশের দুই বৃহত্তম টেলকোর তরফ থেকে সরকারের হাতে যথাক্রমে ৩০,৭৯১ এবং ২৪,৩৩৪ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে, যা আলোচ্য সেক্টর থেকে কেন্দ্রকে লক্ষ্যমাত্রার বাইরে আনুমানিক ৫৬ শতাংশ বেশি অর্থ সংগ্রহে সাহায্য করেছে! উল্লেখ্য, গত অর্থবর্ষে স্পেক্ট্রাম নিলাম আয়োজন করার পরেও টেলিকম সেক্টর থেকে সরকারের আয়ের পরিমাণ ছিল ৪৫,৪০১ কোটি টাকা, যা বর্তমানের নিরিখে অনেকটাই কম।

অবশ্য জিও এবং এয়ারটেলের স্পেক্ট্রাম বাবদ বকেয়া অর্থ সংগ্রহ ছাড়াও আলোচ্য অর্থবর্ষে লাইসেন্স ভাড়া (License fee) এবং স্পেক্ট্রাম ব্যবহারের চার্জ (Spectrum usage charge বা SUC) হিসেবে কেন্দ্র টেলিকম অপারেটরদের কাছ থেকে প্রায় ৩০,৫১৫ কোটি টাকা আদায় করেছে।

অবগতির জন্য জানিয়ে রাখি, প্রতিবছর লাইসেন্স ভাড়া (LF) হিসেবে বেসরকারি টেলকোগুলিকে তাদের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের (AGR) পুরো ৮ শতাংশ অর্থ কেন্দ্রের হাতে তুলে দিতে হয়। এর বাইরেও স্পেক্ট্রাম ব্যবহারের চার্জ (SUC) হিসেবে সরকার টেলকোগুলির থেকে আরো ৩-৫ শতাংশ অর্থ আদায় করে। অবশ্য ভবিষ্যতে সরকার যাতে উপরোক্ত লাইসেন্স ফি কিছুটা কমায় (১%), তার জন্য ইতিমধ্যেই টেলকোগুলি সরকারের কাছে তাদের আবেদন জানিয়েছে।

পরবর্তী অর্থবর্ষেও বজায় থাকছে রেকর্ড আয়ের সম্ভাবনা

পরিশেষে উল্লেখ করা দরকার, আগামী অর্থবর্ষে (FY23) আনুষ্ঠানিকভাবে 5G স্পেক্ট্রাম নিলাম আয়োজিত হতে চলেছে। আমাদের ধারণা পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে কেন্দ্র এই নিলামের প্রক্রিয়া শুরু করবে। সেক্ষেত্রে ২০২৩ অর্থবর্ষেও টেলিকম সেক্টর থেকে সরকারের রেকর্ড পরিমাণ অর্থ আদায়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।