JioPhone Next হবে Pragati অপারেটিং সিস্টেমের প্রথম ফোন, থাকবে এই বিশেষ ফিচার

Reliance Jio, আসন্ন দিওয়ালিতে তাদের আপকামিং এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড স্মার্টফোন JioPhone Next লঞ্চ করার কথা জানিয়েছিল গতমাসে। ফলে সংস্থাটি যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে তবে আগামী ৪ঠা নভেম্বর, ভারতের ‘চিপেস্ট’ স্মার্টফোনটি বাজারে পা রাখতে চলেছে। তবে লঞ্চের এক সপ্তাহ আগেই, টেলিকম সংস্থাটি “Making of JioPhone Next” নামের একটি শর্ট ভিডিও গতকাল রিলিজ করেছে। ৪ মিনিটের এই ভিডিওতে, আপকামিং 4G কানেক্টিভিটির জিও হ্যান্ডসেটের প্রথম ঝলক ও মুখ্য ফিচারগুলিকে দেখানো হয়েছে। যার থেকে জানা যাচ্ছে, টেক জায়ান্ট Google এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করা JioPhone Next, প্রগতি অপারেটিং সিস্টেম (Pragati OS) এর প্রথম ফোন হবে।

Pragati OS চালিত প্রথম স্মার্টফোন হবে JioPhone Next

এই টিজার রিলিজ হওয়ার আগে পর্যন্ত অনেকের অনুমান ছিল JioPhone Next অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ওএস-এ রান করবে। কিন্তু, সংস্থাটি গতকাল স্বয়ং নিশ্চিত করেছে যে, ফোনটি Google নির্মিত Pragati OS দ্বারা চালিত হবে। যা বিশেষভাবে ভারতীয়দের জন্য (Made for India) এবং ভারতীয়দের দ্বারা (Made by India) ডেভলপ করা হয়েছে। জানিয়ে রাখি, Jio এবং Google এর শীর্ষ প্রযুক্তিবিদরা যৌথ ভাবে এই অপারেটিং সিস্টেমকে তৈরী করেছেন। উল্লেখ্য, JioPhone Next বিশ্বের সেই প্রথম স্মার্টফোন, যাতে ব্যবহার করা হবে Pragati OS। এছাড়া, JioPhone Next ফোনে থাকবে Qualcomm প্রসেসর, যা, ফোনের অডিও ও ব্যাটারি পারফরম্যান্সকে উন্নত করার পাশাপাশি ‘অপ্টিমাইজড কানেক্টিভিটি অ্যান্ড লোকেশন টেকনোলজি’ সাপোর্ট করবে। আসুন JioPhone Next এর অন্যান্য বিশেষত্ব জেনে নেওয়া যাক।

JioPhone Next ফোনে দেখা যাবে এই বিশেষ ফিচারগুলি

১. ভয়েস অ্যাসিস্টেন্ট (Voice Assistant) ফিচার

আপকামিং জিওফোন নেক্সট গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আসবে। ফলে, ফোনের সেটিংস ম্যানেজ করা থেকে অ্যাপ ওপেন করা পর্যন্ত প্রায় প্রতিটি কাজ ভয়েস কমেন্ড দিয়ে করা যাবে। সাথে, ব্যবহারকারীরা নিজেদের ভাষায় লেটেস্ট ক্রিকেট স্কোর, ওয়েদার আপডেট বা যে কোনো বিষয়ে তথ্যাদি জানতেও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন।

২. রিড অ্যালাউড (Read Aloud) ফিচার

জিওফোন নেক্সটে রিড অ্যালাউড ফিচার থাকবে। এই ফিচার, ব্যবহারকারীর মাতৃভাষা বা যে ভাষায় তিনি স্বাচ্ছন্দ্য, সেই ভাষাতে ওয়েব পেজ, অ্যাপ, ম্যাসেজ, এমনকি ফটো সহ ফোনের স্ক্রিনে থাকা যেকোনো টেক্সটকে স্পিচে (text to speech) রূপান্তর করবে বা পড়ে শোনাবে।

৩. ট্রান্সলেট (Translate) ফিচার

জিও-র এই ফোনের ট্রান্সলেট ফিচার, ব্যবহারকারীকে তার পছন্দের ভাষায় স্ক্রিনে দেখানো যেকোনো টেক্সটকে অনুবাদ করতে দেবে।

৪. স্মার্ট ক্যামেরা ও ফিল্টার

জিওফোন নেক্সটের রিয়ার প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখা যাবে। যা, পোর্ট্রেট মোড সহ আরো নানাবিধ ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে। যেমন, অটোমেটিক ব্লার ব্যাকগ্রাউন্ড মোডের সাহায্যে, অবজেক্টকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা যাবে। নাইট মোড অ্যাক্টিভ থাকলে কম আলোতে দুর্দান্ত ছবি তোলা যাবে। তদুপরি, ফোনের ক্যামেরা অ্যাপে ‘ইন্ডিয়ান অগমেন্টেড রিয়েলিটি’ ফিল্টার প্রি-লোডেড থাকছে।

৫. প্রি-লোডেড জিও (Jio) ও গুগল (Google) অ্যাপ

এই ফোনে যাবতীয় জিও ও গুগল অ্যাপ তথা পরিষেবার সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে, ফোনে উপলব্ধ ‘গুগল প্লে স্টোর’ থেকে যেকোনো অ্যাপ ডাউনলোড করা যাবে। আর, জিও-র নিজস্ব অ্যাপগুলি প্রি-লোডেড থাকবে।

৬. অটোমেটিক সফ্টওয়্যার আপগ্রেড

জিওফোন নেক্সট, স্বয়ংক্রিয় ভাবে সফ্টওয়্যার আপডেট করতে থাকবে, যা পরবর্তী সময়ে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে। আবার, ইন্টারনেট জনিত সমস্যাকে রোধ করতে এটি সিকিউরিটি আপডেট সহ আসবে।

৭. ব্যাটারি লাইফ

অ্যান্ড্রয়েড ভিত্তিক লেটেস্ট প্রগতি অপারেটিং সিস্টেম, দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করার মাধ্যমে জিওফোন নেক্সটের পারফরম্যান্সকে প্রভাবিত করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন