OnePlus 10 Ultra: আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করছে ওয়ানপ্লাস, Oppo-র ফোনে এবার Hasselblad ক্যামেরা!

ওয়ানপ্লাস-এর পরবর্তী আল্ট্রা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম OnePlus 10 Ultra। হ্যান্ডসেটটি আপাতত পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে হতে পারে লঞ্চ। তারপর OnePlus 10 Pro-কে সরিয়ে সেটিই হয়ে উঠবে সংস্থার নম্বর ওয়ান হাই-এন্ড হ্যান্ডসেট৷ OnePlus 10 Ultra-র বিষয়ে এমনই তথ্য শেয়ার করেছেন টিপস্টার যোগেশ ব্রার।

সরাসরি ফোনের নাম উল্লেখ না করলেও টুইটে ওয়ানপ্লাসের একটি Ultra ফ্ল্যাগশিপের ফোনের প্রোটোটাইপ মডেলের টেস্টিং চলবে বলে দাবি করেছেন তিনি। যা OnePlus 10 Pro Ultra নামে বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

ব্রার আরও বলেছেন, Oppo ও OnePlus-এর পার্টনারশিপের কারণে এখন সংস্থাদ্বয়ের মধ্যে প্রযুক্তির আদানপ্রদান জোরকদমে চলছে। এর ফলে আপকামিং Oppo Find X5 সিরিজের স্মার্টফোনগুলি Hasselblad ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সেটআপ পাবে। আবার গত মাসে ওপ্পো-র উন্মোচিত নতুন MariSilicon X এনপিইউ OnePlus 10 Pro Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, Oppo MariSilicon X হল একটি নিউরাল প্রসেসিং ইউনিট, যা স্মার্টফোন ব্যবহার করে তোলা ভিডিও ও ফটোগ্রাফের ইমেজ উন্নত করবে বলে দাবি করা হয়েছে। এটি টিএসএমসি-র ৬ ন্যানোমিটার প্রসেসিং নোডে তৈরি করা হবে। Oppo Find X সিরিজের হ্যান্ডসেটের এর আত্মপ্রকাশ ঘটার সম্ভাবনা।