২,০০০ টাকায় মোবাইল কিনতে চান? Saregama-র এই নতুন ফোন হতে পারে সেরা বিকল্প

স্মার্টফোনের মায়ায় যতই বাজার মেতে থাক না কেন, এখনও এমন অনেকেই আছেন (বিশেষ করে বাড়ির বয়স্ক সদস্যরা) যারা ফিচার বা কীপ্যাড ফোন ব্যবহার করতেই পছন্দ করেন। আবার কেউ কেউ ব্যাকআপ বা বিকল্প হিসেবেও এই পুরনো জামানার মোবাইল সাথে রাখেন। সেক্ষেত্রে আপনি যদি নিজের জন্য বা কাউকে উপহার দিতে ভালো ফিচার ফোন কিনতে চান, তাহলে বাজারে আসা একটি নতুন মোবাইল আপনার ভালো লাগতে পারে। আসলে ভারতীয় সঙ্গীত ও অডিও কোম্পানি Saregama (সারেগামা) তাদের প্রথম ফিচার ফোন Saregama Carvaan Mobile (সারেগামা কারভান মোবাইল) দেশীয় মার্কেটে লঞ্চ করেছে। এই মোবাইলে প্রচুর ক্লাসিক হিন্দি গান প্রিলোডেড অবস্থায় পাওয়া যাবে, যা সঙ্গীতপ্রেমীদের জন্য অত্যন্ত লোভনীয় একটি সুবিধা। তবে এখানেই শেষ নয়, ২,০০০ টাকার কাছাকাছি দামে আসা ফোনটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, কল রেকর্ডিং ফিচার মিডিয়াটেক প্রসেসর ইত্যাদি বৈশিষ্ট্যও বর্তমান।

সারেগামা কারভান মোবাইলের দাম, প্রাপ্যতা (Saregama Carvaan Mobile price, availability)

সারেগামা কোম্পানি দুটি স্ক্রিন সাইজে নতুন কারভান মোবাইল লঞ্চ করেছে – ১.৮ ইঞ্চি এবং ২.৪ ইঞ্চি। এর মধ্যে প্রথম বিকল্পটির দাম রাখা হয়েছে ১,৯৯০ টাকা, অন্যদিকে অপেক্ষাকৃত বড় ডিসপ্লের মডেল কিনতে হলে আপনাকে ২,৪৯০ টাকা দিতে হবে। উল্লেখ্য, এই মোবাইলটি এমারেল্ড গ্রিন, ক্লাসিক ব্ল্যাক এবং রয়্যাল ব্লু রঙের বিকল্পে সারেগামার অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট (Flipkart) বা অ্যামাজন (Amazon)-এর মাধ্যমে কেনা যাবে।

সারেগামা কারভান মোবাইলের স্পেসিফিকেশন (Saregama Carvaan Mobile specifications)

নতুন সারেগামা কারভান মোবাইলে বিশেষ বৈশিষ্ট্য হল যে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার এবং মোহাম্মদ রফির মত জনপ্রিয় গীতিকারদের প্রায় ১,৫০০টি গান এই ফোনে আগে থেকেই সেভ রয়েছে। এই গানগুলি শুনতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না; ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটেগরির গান চালানোর বিকল্প পাবেন। তবে প্রিলোড করা গান ছাড়াও, সারেগামা ক্যারাভান মোবাইল ফিচার ফোনটি ওয়্যারলেস এফআর (FR) শোনার অপশন প্রদান করবে। এটি ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং মিডিয়াটেক প্রসেসস চালিত।

এছাড়াও, কারভান মোবাইল ৮ জিবি স্টোরেজসহ এসেছে যার মধ্যে ২ জিবি জায়গায় ইউজাররা তাদের ব্যক্তিগত মিউজিক, ভিডিও, ফটো এবং অন্যান্য ফাইল সেভ করতে করতে পারবেন। পাশাপাশি এতে ডিজিটাল ক্যামেরা, এলইডি টর্চ, একটি অক্স পোর্ট, বিভিন্ন ভাষার সমর্থন, ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং এবং ডুয়াল সিম কানেকশনের মত ফিচার দেখা যাবে। কোম্পানি ফোনটিতে এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।