Vivo Pad আসছে Snapdragon 870 প্রসেসর ও 8 জিবি র‌্যাম সহ, দেখা গেল Geekbench-এ

দীর্ঘদিনের জল্পনার পর গত মাসেই ভিভো প্রকাশ করেছে তাদের ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট, Vivo Pad-এর অফিসিয়াল লাইভ ছবিগুলি। শুধু তাই নয়, ইতিমধ্যেই সূত্র মারফত সামনে এসেছে এই ট্যাবলেটটির লঞ্চের তারিখও। আগামী ১১ এপ্রিল চীনে আয়োজিত লঞ্চ ইভেন্টে Vivo X Fold এবং Vivo X Note ডিভাইস দুটির পাশাপাশি বহু প্রতীক্ষিত Vivo Pad ট্যাবটিও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর আসন্ন লঞ্চের আগে, ট্যাবলেটটি এবার উপস্থিত হয়েছে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে। এই গিকবেঞ্চের তালিকা থেকে ডিভাইসের বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক Vivo Pad সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে উঠে এল।

Vivo Pad -কে দেখা গেল Geekbench -এর ডেটাবেসে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) -এর রিপোর্ট অনুযায়ী, PA2170 মডেল নম্বর সহ ভিভো প্যাড ট্যাবটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে, এই আপকামিং ট্যাবলেটটি কোয়ালকমের একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে৷ এই চিপটির একটি কোরের ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ, তিনটি কোর সর্বোচ্চে ২.৪২ গিগাহার্টজে রান করে এবং বাকি চারটি কোরের সর্বাধিক ক্লক স্পিড ১.৮০ গিগাহার্টজ। ফলে মনে করা হচ্ছে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর হবে। এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৫০ (Adreno 650) জিপিইউ যুক্ত রয়েছে।

এছাড়াও, তালিকাটি প্রকাশ করে যে, ভিভো প্যাড ৮ জিবি র‍্যামের সাথে আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে ভিভো প্যাড সিঙ্গেল-কোর টেস্টে ১,০২৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৩৮২ পয়েন্ট অর্জন করেছে।

ভিভো প্যাড- এর স্পেসিফিকেশন এবং ফিচার (Vivo Pad Specifications and Features)

সামনে এসেছে যে, ভিভো প্যাড-এ ২.৫কে (2.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটির ডিসপ্লেতে ডলবি ভিশন সাপোর্ট করবে বলেও জানা গেছে। এই ট্যাবলেটটিতে একটি মেটাল বডি থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিন ওএস (OriginOS) ইউজার ইন্টারফেসে রান করবে। ট্যাবলেটটি ভিভো পেন্সিলের জন্য স্টাইলাস সাপোর্টও অফার করবে এবং এতে একটি কোয়াড-স্পীকার সেটআপ পাওয়া যাবে৷

ফটোগ্রাফির জন্য, Vivo Pad- এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৮ মেগাপিক্সেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। আর এই ট্যাবে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হবে, যা ডিসপ্লের পাঞ্চ-হোলের কাটআউটের মধ্যে অবস্থান করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৮৬০ এমএএইচ ব্যাটারি থাকবে।