Tata Tigor: টাটা-র এই গাড়ি এক অভূতপূর্ব নজিরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, জানলে বিস্মিত হবেন

সমালোচকদের মতামত বলুন বা বিক্রি – Tata Tigor সব দিক থেকেই ভারতের বাজারে দুর্দান্ত সাড়া পেয়েছে ৷ Honda Amaze, Maruti Suzuki Dzire, Hyundai Amaze-এর সঙ্গে প্রতিযোগিতা চলা টাটা’র এই সেডান গাড়ির ডিজাইন যেমন নজরকাড়া, তেমনই রয়েছে কিছু অত্যাধুনিক ফিচার৷

Tata Tigor এর আগে পেট্রোল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল৷ কিন্তু ২০২০-এ ডিজেল ভার্সনটি বাজার থেকে তুলে নেওয়া হয়৷ আবার গত বছর Tigor-র ইলেকট্রিক অবতার বাজারে আসে৷ এবার Tiago-র পাশাপাশি Tigor-র সিএনজি ভ্যারিয়েন্ট চালু করার পথে টাটা৷ এর ফলে এক দুর্দান্ত রেকর্ডের সামনে দাঁড়িয়ে Tata Tigor৷ এটাই ভারতে প্রথম সেডান গাড়ি হতে চলেছে যা তিনটি পাওয়ারট্রেনের বিকল্পে বাজারে মিলবে – পেট্রোল, সিএনজি, এবং ইলেকট্রিক৷

উল্লেখ্য, টাটা টিগর-এর পেট্রোল ভ্যারিয়েন্টের মতো এর সিএনজি ভার্সন ১.২ লিটার রেভোট্রন (Revotron) ইঞ্জিনে দৌড়বে৷ টাটা টিগর-এর পেট্রোল ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৮৫ বিএইচপি ও সর্বাধিক টর্ক ১১৩ এনএম৷ টাটা টিগর সিএনজি-র পাওয়ার এবং টর্ক আউটপুট আলাদা হবে৷

জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের কারণে এমনিতেই সিএনজি যানবাহনের চাহিদা বেড়েছে৷ আর এমনিতেই ফ্লিট অপারেটর বলুন কিংবা প্রাইভেট ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে টাটা টিগর৷ এতএব, টিগর-এর আরও সাশ্রয়ী সিএনজি ভ্যারিয়েন্ট এলে, তা টাটা’র পক্ষে দারুণ লাভজনক হবে৷ দেশজুড়ে সংস্থার বিভিন্ন ডিলারশিপে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে টিয়াগো ও টিগর-এর সিএনজি মডেলের বুকিং শুরু হয়েছে৷ বুকিংয়ের জন্য খরচ হচ্ছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা৷ গাড়িগুলি কবে লঞ্চ হবে এখন সেটাই দেখার৷