দাম শুরু মাত্র ৪০০০ টাকা থেকে, সেরা ৭টি বাজেট স্মার্টফোন দেখে নিন

ভারতীয় বাজারে একাধিক প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চ হলেও, চাহিদার দাড়িপাল্লা কিন্তু হামেশাই বাজেট-রেঞ্জের স্মার্টফোনের দিকে ঝুকে থাকে। তাই দেশী-বিদেশী হ্যান্ডসেট নির্মাতারা প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো কম দামি স্মার্টফোন নিয়ে আসে। ভারতে এই রেঞ্জে Samsung Galaxy M01 Core, Itel A25 Pro, itel A23 Pro, Lava Z1, Lava Z61 Pro, Coolpad Mega 5M, Micromax Spark Go সহ আরও অনেক ফোন উপলব্ধ। আজ আমরা এই প্রতিবেদনে এমনই সব বাজেট রেঞ্জের স্মার্টফোনের বিষয়ে জানাবো, যাদের দাম ৬,০০০ টাকারও কম। আপনি এই স্মার্টফোনগুলি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারবেন।

৬,০০০ টাকার কমে উপলব্ধ ৭টি ‘বাজেট-রেঞ্জ’ স্মার্টফোনের তালিকা

Samsung M01 Core: স্যামসাং এম০১ কোর স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৫.৩০ ইঞ্চির (৭২০x১,৪৮০ পিক্সেল) ডিসপ্লে। এতে কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড গো এডিশন প্রি-ইনস্টলড রয়েছে। ফোনটি ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে ফোনে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। এতে, ৩,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Samsung M01 Core ফোনের দাম প্রায় ৪,৯৯৯ টাকা।

Itel A25 Pro: ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ সহ আসা আইটেল এ২৫ প্রো স্মার্টফোনে একটি ৫.০ ইঞ্চির (৭২০x১,২৮০) ডিসপ্লে দেখা যাবে। এতে, ১.৪ গিগাহার্টজ ক্লক রেটের কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড পাই (গো এডিশন) ওএস দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, ফোনের ব্যাক প্যানেলে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এতে, ৩,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Itel A25 Pro ফোনের মূল্য প্রায় ৪,৯৯৯ টাকা।

itel A23 Pro: অ্যান্ড্রয়েড ১০.০ গো এডিশন দ্বারা চালিত আইটেল এ২৩ প্রো স্মার্টফোনে রয়েছে একটি ৫.০ ইঞ্চির (৪৮০x৮৫৪ পিক্সেল) ডিসপ্লে। থাকছে ১.৪ গিগাহার্টজ ক্লক রেটের কোয়াড-কোর প্রসেসর। ফোনটি ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। ক্যামেরা সেটআপের প্রসঙ্গে বললে, ফোনে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। এতে, ২,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Itel A23 Pro ফোনের মূল্য প্রায় ৩,৯৮৪ টাকা।

Lava Z1: ৫.০ ইঞ্চির (৪৮০x৮৫৪ পিক্সেল) ডিসপ্লে সহ আসা লাভা জেড১ স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) ওএস-এ চলে। ফোনে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফটোগ্রাফির জন্য ফোনে, ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। এতে, ৩,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Lava Z1 স্মার্টফোনের মূল্য প্রায় ৫,১৯৯ টাকা।

Lava Z61 Pro: লাভার এই স্মার্টফোনে ৫.৪৫ ইঞ্চির (৭২০x১,৪৪০ পিক্সেল) ডিসপ্লে আছে। থাকছে ১.৮ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। ইউজাররা এই ফোনে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ পেয়ে যাবেন। উক্ত হ্যান্ডসেটে, ৮ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এতে, ৩,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Lava Z61 Pro ফোনের দাম ৫,৭৭৭ টাকা।

Coolpad Mega 5M: ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ যুক্ত কুলপ্যাড মেগা ৫এম স্মার্টফোনে একটি ৫.০ ইঞ্চির (১,২৮০x৭২০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এটি কোয়াড-কোর এসসি৯৮৫০কে প্রসেসর সহ এসেছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওএস চালিত এই ফোনের ব্যাক প্যানেলে ৫ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ক্যামেরা পাওয়া যাবে। একই সাথে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য থাকছে ২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট সেন্সর। এতে, ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Coolpad Mega 5M ফোনের মূল্য প্রায় ৪,২৯৯ টাকা।

Micromax Spark Go: ১ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসা মাইক্রোম্যাক্স স্পার্ক গো স্মার্টফোনে রয়েছে একটি ৫.০ ইঞ্চির (৪৮০x৮৫৪ পিক্সেল) ডিসপ্লে। এতে কোয়াড-কোর স্প্রেডট্রাম এসসি৯৮৩২ই প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চালে। ক্যামেরার কথা বললে, ফোনে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে, ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: Micromax Spark Go ফোনের মূল্য প্রায় ৪,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন