OnePlus ফোনের মতো দেখতে, Oppo K12 আসছে 12 জিবি র‌্যামের সাথে

আসন্ন Oppo K12 স্মার্টফোনকে বিদ্যমান OnePlus Nord CE 4 মডেলের প্রায় অনুরূপ ডিজাইনের সাথে দেখা গেছে।

Oppo খুব শীঘ্রই তাদের হোম মার্কেটে একটি নতুন স্মার্টফোনের ঘোষণা করতে চলেছে। আসন্ন মডেলের নাম হবে Oppo K12। এটি ভারতের বাজারে বিদ্যমান OnePlus Nord CE 4 ফোনের রিব্যাজড সংস্করণ হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি হালফিলে MIIT সার্টিফিকেশন সাইট দ্বারা অনুমোদিত হয়েছে। আবার আজ এই একই স্মার্টফোনকে বেঞ্চমার্কিং সাইট Geekbench -এর ডেটাবেসে উপস্থিত হতে দেখা গেল।

Geekbench-এ দেখা গেল Oppo K12 স্মার্টফোনকে

গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে, আসন্ন ওপ্পো ব্র্যান্ডেড স্মার্টফোনটি PJR110 মডেল নম্বর বহন করবে। এছাড়া এই বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, এতে একটি অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরের কোডনেম ‘ক্রো’ (Crow) এবং এটি অ্যাড্রেন 720 জিপিইউ সমর্থন করবে বলেও জানা গেছে। এক্ষেত্রে কোডনেম এবং জিপিইউ ভ্যারিয়েন্ট দেখে আমাদের অনুমান ডিভাইসে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 এসওসি থাকবে।

এছাড়া সামনে এসেছে যে, হ্যান্ডসেটটি 12 জিবি পর্যন্ত র‌্যামের সাথে লঞ্চ হবে। এক্ষেত্রে একাধিক র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার করতে পারে এই ফোন। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালার ওএস 14 প্রি-লোডেড থাকবে বলেও গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে।

প্রসঙ্গত, ওপ্পো কে12 স্মার্টফোন গিকবেঞ্চ পরিচালিত সিঙ্গেল-কোর পরীক্ষায় 1134 পয়েন্ট স্কোর করেছে। আবার মাল্টি-কোর পরীক্ষায় অর্জন করেছে 2975 পয়েন্ট।

Oppo K12 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

সদ্য ফাঁস হওয়া রেন্ডারে, আসন্ন Oppo K12 স্মার্টফোনকে বিদ্যমান OnePlus Nord CE 4 মডেলের প্রায় অনুরূপ ডিজাইনের সাথে দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোন 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে, যা সম্ভবত 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের উপরিভাগে পাঞ্চ-হোল কাটআউট (কেন্দ্রীভূত) বিদ্যমান থাকবে, যেখানে সেলফি ক্যামেরা অবস্থান করবে। এই তথ্যগুলি ছাড়া Oppo K12 স্মার্টফোনের অন্যান্য ফিচার সম্পর্কে এই মুহুর্তে আর কিছু জানা সম্ভব হয়নি।