সস্তায় গেমিং ল্যাপটপ খুঁজছেন? দেখে নিন HP, Lenovo, Acer, Asus, Mi ল্যাপটপের তালিকা

গত কয়েক বছর ধরে গেমিং ল্যাপটপের চাহিদা আকাশ ছোঁয়া। সেই কারণে Acer, Lenovo, Asus, Mi এর মত ব্র্যান্ডগুলি একের পর এক গেমিং ল্যাপটপ বাজারে আনছে। তবে অত্যাধুনিক ফিচার থাকার কারণে এই ল্যাপটপগুলির দাম অনেক বেশি হয়। সেই কারণে আজ আমরা ৫০,০০০ টাকার রেঞ্জে পাওয়া নামিদামি ব্র্যান্ডের গেমিং ল্যাপটপগুলির বিষয়ে আপনাদের জানাবো। তবে দাম কম হলেও, এই ল্যাপটপগুলিতে দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে। আসুন এই ল্যাপটপগুলির নাম সহ যাবতীয় তথ্য জেনে নিই।

১. Mi Notebook Horizon Edition 14:

ভারতীয় বাজারে উপলব্ধ সবথেকে স্টাইলিশ ডিজাইনের ল্যাপটপগুলির একটি Mi Notebook Horizon Edition 14। এটি যে শুধুমাত্র গেমারদের জন্য লঞ্চ করা হয়েছে তা একেবারেই নয়। যেসকল গ্রাহকেরা উন্নত কনফিগারেশনযুক্ত ল্যাপটপের সন্ধান করছেন, তারাও এই ল্যাপটপটিকে কিনতে পারেন। স্লীক ডিজাইন এবং রেজার শার্প বেজেলের সাথে আসা এই মডেলটিতে, ১০ তম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স এমএক্স ৩৫০ ২ জিবি ডিস্ক্রিটেড জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ ফ্রন্ট হিসাবে এতে ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে। তবে জানিয়ে রাখি, এতে ব্যাকলিট কীবোর্ড পাবেন না ক্রেতারা।

দাম এবং লভ্যতা: Mi Notebook Horizon Edition 14 ল্যাপটপটির দাম রাখা হয়েছে, ৫৪,৯৯৯ টাকা। এটিকে এমআই ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে কেনা যাবে।

২. Acer Aspire 3 A315-55G:

Acer Aspire 3 A315-55G ল্যাপটপটি গেমারদের পাশাপাশি ক্রিয়েটারদের জন্যও যথেষ্ট উপযুক্ত। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এটি ১৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে এসেছে। স্লীক বেজেল ডিজাইনের এই ল্যাপটপে, ১০ তম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স ২৩০ জিপিইউ, ৮ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ বর্তমান। এতেও ব্যাকলিট কীবোর্ড থাকছে না।

দাম এবং লভ্যতা : ভারতীয় বাজারে Acer Aspire 3 A315-55G ল্যাপটপটির দাম, ৪৯,৯৯০ টাকা। এটি Acer ইন্ডিয়ার ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজনেও উপলব্ধ।

৩. Lenovo Ideapad L340:

মূলত গেমারদের কথা ভেবেই Lenovo তাদের Ideapad L340 ল্যাপটপটিকে বাজারে নিয়ে এসেছে। এই মডেলে ১৫.৬ ইঞ্চির একটি ডিসপ্লে দেখা যাবে। এর কীবোর্ডে থাকছে ব্লু কালারের LED ব্যাকলাইট। উন্নত পারফরম্যান্সের জন্য এতে, ৯ তম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ (৩ জিবি ডেডিকেটেড) জিপিইউ, ৮ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

দাম এবং লভ্যতা : Lenovo Ideapad L340 ল্যাপটপটিকে লেনেভো ইন্ডিয়া স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে মাত্র ৪৯,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে।

৪. HP Pavilion Gaming 15:

এইচপি সংস্থাটির গেমিং ল্যাপটপগুলির মধ্যে অন্যতম হলো HP Pavilion Gaming 15 মডেলটি। এটিকে ওমেন সিরিজের মডেলগুলির অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে। এতে এনভিডিয়া জিটিএক্স ১৬৫০ জিপিইউ সাপোর্ট পেয়ে যাবেন ইউজাররা। স্লীক ডিজাইনের সাথে আসা এই ল্যাপটপে আরো বহুবিধ দুর্দান্ত কনফিগারেশন রয়েছে।

দাম এবং লভ্যতা : HP Pavilion Gaming 15 ল্যাপটপটির এমআরপি ৪৯,৯৯০ টাকা। এটিকে এইচপি ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) থেকে কিনে নিতে পারবেন ক্রেতারা।

৫. Asus X509JB-EJ591T:

Asus X509JB-EJ591T ল্যাপটপটিকে ক্রিয়েটারদের জন্য লঞ্চ করা হলেও, গেমিং ল্যাপটপ হিসাবেও এটিকে ব্যবহার করা যেতে পারে। স্লীক ডিজাইনের এই ল্যাপটপটিতে একটি ১৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। কনফিগারেশনের প্রসঙ্গে বললে, এতে থাকছে, ১০ তম প্রজন্মের কোর আই ৫ প্রসেসর, জিফোর্স এমএক্স ১১০ জিপিইউ, ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।

দাম এবং লভ্যতা : আসুস ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ৫৩,৯৯০ টাকার বিনিময়ে এই ল্যাপটপটিকে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন