Royal Enfield Bullet নাকি Classic? 350 সিসির কোন বাইকে আপনাকে বেশি মানাবে

সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল Royal Enfield Bullet 350 নতুন সংস্করণে লঞ্চ হয়েছে। দাম ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন মডেলটি বেশকিছু আপডেট সহ হাজির হয়েছে। ডিজাইনে সেভাবে কোন পরিবর্তন দেখা না গেলেও, অত্যাধুনিক ফিচারে ভরপুর হয়ে এসেছে এই নয়া Bullet 350। কিন্তু এটি লঞ্চের পর অসংখ্য ক্রেতা Classic 350-এর সাথে বুলেট-কে গুলিয়ে ফেলছেন। কোনটি কিনলে নিজের মনের সাধ পূরণ, সেই নিয়ে বিভ্রান্তি দেখা দিচ্ছে। এই প্রতিবেদনে Royal Enfield Bullet 350 ও Classic 350-এর বিস্তারিত তুলনা তুলে ধরা হল।

Royal Enfield Bullet 350 vs Classic 350 – ডিজাইন

Bullet 350 আইকনিক ডিজাইন সমেত হাজির হয়েছে। মোট পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে এটি। যার মধ্যে তিনটি পুরনো ভার্সন থেকে নেওয়া হয়েছে। আগের মতোই ফুয়েল ট্যাঙ্কে রয়েছে পিনস্ট্রিপ ও ব্যাজিং।

অন্যদিকে Classic 350 রেট্রো লুক থাকলেও এটি ওল্ডস্কুল মডেল নয়। এটি প্রিমিয়াম পেইন্ট স্কিম দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। আবার ক্রোম ভ্যারিয়েন্টেও অফার করা হয় মডেলটি। ক্লাসিক একটি স্প্লিট সিট সমেত বেছে নেওয়া যায়। এর রিয়ার সিটটি চাইলে খুলে রাখতে পারেন ব্যবহারকারী।

Royal Enfield Bullet 350 vs Classic 350 – রাইডিং ট্রায়াঙ্গেল

Bullet 350-এর রাইডিং ট্রায়াঙ্গেল Classic 350-এর তুলনায় অধিক আপরাইট ও আরামদায়ক। যার নেপথ্যে আছে লম্বা হ্যান্ডেল বার এবং বেশি প্যাডিং যুক্ত সিট।

Royal Enfield Bullet 350 vs Classic 350 – আপডেট

Classic 350 ও Bullet 350-এর মধ্যে পার্থক্য বজায় রেখেছে রয়্যাল এনফিল্ড। দুটি মডেলের রিয়ার টেল ল্যাম্প ভিন্ন আকৃতির। বুলেটে হেড ল্যাম্পের হুড অনুপস্থিত। এতে আছে সিঙ্গেল পিস সিট। যেখানে ক্লাসিক ৩৫০-এ উপস্থিত স্প্লিট সিট। আবার বুলেটের সাইড প্যানেল গোলাকৃতি, যেখানে ক্লাসিক ৩৫০-এর ক্ষেত্রে এটি ডিম্বাকৃতি।

Royal Enfield Bullet 350 vs Classic 350 – অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার

আশ্চর্যজনকভাবে রয়্যাল এনফিল্ড তাদের নতুন বুলেট ৩৫০-এ অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার অফার করেনি। যেখানে ক্লাসিক ৩৫০-এ এই দুই বৈশিষ্ট্যই অফার করা হয়েছে। ফলে এর টায়ার পাংচার হয়ে গেলেও কিছুটা পথ নিশ্চিন্তে চলা যাবে।

Royal Enfield Bullet 350 vs Classic 350 – দাম

ভারতে 2023 Royal Enfield Bullet 350-এর মিলিটারি, স্ট্যান্ডার্ড ও ব্ল্যাক গোল্ড মডেল তিনটির দাম যথাক্রমে ১.৭৩ লক্ষ, ১.৯৭ লক্ষ ও ২.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। অন্যদিকে, Royal Enfield Classic 350-এর পাঁচ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ১.৯৪ লক্ষ, ১.৯৬ লক্ষ, ২.১৪ লক্ষ, ২.২১ লক্ষ ও ২.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।