HP Chromebook x2 11 দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, রয়েছে LTE কানেক্টিভিটি সাপোর্ট

HP গতকাল Chromebase AiO এর সাথে Chromebook x2 11 লঞ্চ করেছে। এটি একটি ডিটাচেবল ডিভাইস, যেখানে স্টাইলাস সাপোর্ট করে। এর পাশাপাশি এই ক্রোমবুকে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭সি প্রসেসর। আবার এতে LTE কানেক্টিভিটি সাপোর্ট করে। আসুন HP Chromebook x2 11 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HP Chromebook x2 11 এর দাম

এইচপি ক্রোমবুক এক্স২ ১১ এর দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার (প্রায় ৪৪,৫০০ টাকা) থেকে। এই মূল্য স্টাইলাস সহ। ক্রোমবুকটি দুটি LTE ও একটি Wi-Fi ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেগুলি হল- ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ভারত সহ অন্যান্য মার্কেটে এইচপি ক্রোমবুক এক্স২ ১১ কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

HP Chromebook x2 11 এর স্পেসিফিকেশন এবং ফিচার

অ্যালুমিনিয়াম বডির এইচপি ক্রোমবুক এক্স২ ১১, ১১ ইঞ্চি আইপিএস প্যানেলসহ এসেছে। এই ডিসপ্লের রেজোলিউশন 2K (২১৬০ x ১৪৪০ পিক্সেল), এবং ব্রাইটনেস ৪৪০ নিটস। স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৪ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির সাথে ইউএসআই সার্টিফাইড পেন (স্টাইলাস) পাওয়া যাবে।

HP Chromebook x2 11 স্ন্যাপড্রাগন ৭সি প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৩২ ওয়াট আওয়ার ২ সেল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১১ ঘন্টার বেশি ব্যাকআপ দেবে বলে জানা গেছে। কোম্পানির দাবি ৪৫ ওয়াট চার্জার এই ক্রোমবুককে ৪৫ মিনিটে ০-৫০ শতাংশ চার্জ করে দেবে।

HP Chromebook x2 11 ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ এসেছে। কানেক্টিভিটি অপশন এর মধ্যে আছে, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০, দুটি ইউএসবি সি পোর্ট, মাইক্রো এসডি কার্ড স্লট, ন্যানো সিম স্লট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন