Lenovo Legion Halo গেমিং ফোন আসছে 68W ফাস্ট চার্জারের সাথে, পেল 3C থেকে অনুমোদন

চলতি বছরের শুরুর দিকেই লেনোভো (Lenovo) মোবাইল গেমারদের উদ্দেশ্যে অভিনব ডিজাইন ও চমৎকার পারফরম্যান্স সহ Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোনটি উন্মোচন করেছে। শোনা যাচ্ছে সংস্থাটি বর্তমানে এই ডিভাইসটিরই একটি টোন-ডাউন সংস্করণের ওপর কাজ করছে, যা লেটেস্ট Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে। যদিও “হালো” (Halo) কোডনেম যুক্ত এই লেনোভো ফোনের বাণিজ্যিক নামটি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তার আগেই এবার আসন্ন হ্যান্ডসেটটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি খুব শীঘ্রই দেশীয় বাজারে আত্মপ্রকাশ করবে।

Lenovo-এর একটি নতুন গেমিং স্মার্টফোন পেল 3C কর্তৃপক্ষের অনুমোদন

L71901 মডেল নম্বর সহ একটি আসন্ন লেনোভো ডিভাইস চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষের সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি ৬৮ ওয়াট চার্জারের সাথে বাজারে আসতে পারে। যদিও L71901-এর বাণিজ্যিক নামটি এখনও নিশ্চিত করা হয়নি, তবে এটি চলতি বছরের শুরুতে ফাঁস হওয়া ‘লিজিয়ন হালো’ মডেলটি বলে মনে করা হচ্ছে।

লেনোভো লিজিয়ন হালো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Lenovo Legion Halo Expected Specifications)

লেনোভো লিজিয়ন হালো ডিভাইসে ৬.৬৭ ইঞ্চির পোলেড (POLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করতে পারে। ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এতে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, Lenovo Legion Halo-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের এবং ২ মেগাপিক্সেলের দুটি সহায়ক সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফির জন্য, এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Legion Halo-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া এই নতুন লেনোভো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করতে পারে। সংস্থা এবছরের তৃতীয় ত্রৈমাসিকে এটি বাজারে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।