Realme C31 অনন্য ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু ৮৯৯৯ টাকা থেকে

Realme C31 ঘোষণা অনুযায়ী আজ ভারতে লঞ্চ হল। এই ফোনের দাম শুরু হয়েছে ৮,৯৯৯ টাকা থেকে। বাজেট রেঞ্জে আসা এই ফোনটি গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল। Realme C31 ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার এতে দেওয়া হয়েছে Unisoc T612 প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি আর ইউআই কাস্টম স্কিনে রান করবে।

Realme C31 ফোনের দাম ও সেলের তারিখ

রিয়েলমি সি৩১ ফোনের দাম শুরু হয়েছে ৮,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ফোনটি ডার্ক গ্রীন ও লাইট সিলভার কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Realme C31 আগামী ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme C31 ফোনের স্পেসিফিকেশন

ডুয়েল সিমের রিয়েলমি সি৩১ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ এবং ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার কাট আউটের মধ্যে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার রিয়েলমি সি৩১ ফোনটির পিছনে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা ৪এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। এছাড়া অছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর।

পারফরম্যান্সের জন্য Realme C31 ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর। ফোনটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি পেয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানির দাবি।

Realme C31 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটির ওজন ১৯৭ গ্রাম।