BSNL-এর নয়া প্ল্যান: মাত্র ৩২১ টাকার রিচার্জে সারাবছর মিলবে নানা বেনিফিট

সস্তায় পুষ্টিকর রিচার্জ প্ল্যান সরবরাহের জন্য সরকারের মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল) যে ইউজারমহলে বহুল পরিচিত, সেকথা আমাদের সকলেরই জানা। এই চরম মূল্যবৃদ্ধির যুগেও গ্রাহকদেরকে একটু স্বস্তি দিতে সংস্থাটি প্রায়শই মার্কেটে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়। তবে সম্প্রতি সেই ধারা বজায় রেখে কোম্পানিটি এমন একটি নতুন সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যাতে পুরো ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ইউজাররা এই বিশেষ প্ল্যানটি অনলাইন কিংবা অফলাইন যেকোনো মাধ্যমেই কিনতে পারবেন। তবে আর পাঁচটা প্ল্যানের থেকে BSNL-এর এই প্ল্যানটি কিন্তু কিছুটা আলাদা! নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে কেন আমরা একথা বলছি? সেটা জানতে হলে আমাদের আজকের এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

পুলিশ অফিসারদের অফুরন্ত কল করতে দেবে এই প্ল্যান

বিএসএনএলের সদ্য লঞ্চ হওয়া প্ল্যানটির দাম ৩২১ টাকা; এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন বা পুরো এক বছর। তবে এর অন্যান্য সুবিধার কারণে সমাজের একটি বিশেষ ধারার মানুষ জিও (Jio), এয়ারটেল (Airtel) ইত্যাদিকে ‘টাটা বাই বাই’ বলতে পারেন! আসলে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই প্ল্যানটি কেবলমাত্র পুলিশ কর্মকর্তাদের জন্য প্রযোজ্য; সংস্থাটি তামিলনাড়ুর পুলিশ আধিকারিকদের জন্য এটি চালু করেছে। এতে সব পুলিশ অফিসারদের আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে; তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে একজন পুলিশ অফিসার অন্য কোনো পুলিশকে ফোন করলে তবেই কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, একমাত্র পুলিশ বিভাগের অফিসাররাই একে অপরকে এই প্ল্যান মারফত আনলিমিটেড কলিং করতে পারবেন এবং এজন্য তাদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না।

অন্য কোনো নম্বরে ফোন করলেই খসবে অতিরিক্ত গাঁটের কড়ি

তবে এক্ষেত্রে বলে রাখি যে, অন্য কোনো নম্বরে ফোন করতে চাইলে তার জন্য আলাদা প্ল্যানের সাহায্য নিতে হবে ব্যবহারকারীদের, কারণ এই প্ল্যানে আলাদা করে কলিংয়ের সুবিধা পাওয়া যাবে না। সেক্ষেত্রে ইউজাররা যদি টপ টাইম প্ল্যান রিচার্জ করেন, তাহলে লোকাল বিএসএনএল নেটওয়ার্কে কল করার জন্য গ্রাহকদেরকে প্রতি মিনিটে ৭ পয়সা করে চার্জ দিতে হবে। অন্যদিকে রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র নম্বরে ফোন করলে দিতে হবে ১৫ পয়সা চার্জ। এছাড়া, আলোচ্য প্ল্যানটিতে মোট ২৫০টি এসএমএসের সুবিধাও উপলব্ধ রয়েছে।

সারা বছরের জন্য বিনামূল্যে মিলবে সমস্ত

BSNL-এর এই নয়া প্ল্যানের সবচেয়ে লাভজনক সুবিধাটি হল, ইনকামিং কলের জন্য ইউজারদেরকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ, একবার রিচার্জ করলেই ৩৬৫ দিনের জন্য ব্যবহারকারীরা তাদের ফোনে ইনকামিং কল পেতে সক্ষম হবেন। আর সেই কারণেই গ্রাহকদের কাছে এই প্ল্যানটি অত্যধিক পরিমাণে গ্রহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। তবে আগেই বলেছি যে, শুধুমাত্র তামিলনাড়ুর পুলিশ কর্মকর্তাদের জন্যই এটি চালু করা হয়েছে, তাই চাইলেই যে কেউ BSNL-এর এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন না। যদিও আশা করা যায়, এ রাজ্যের গ্রাহকদের কথা ভেবে সংস্থাটি আগামীদিনে তার এই প্ল্যানের উপলব্ধতা প্রসারিত করবে।