স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরের সাথে আসতে পারে Nokia 10 PureView

এখনকার দিনে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর জোর দিচ্ছে প্রতিটি স্মার্টফোন কোম্পানি। পিছিয়ে নেই নোকিয়া ফোন নির্মাতা HMD Globalও। রিপোর্ট অনুযায়ী, তারা Nokia 10 PureView এর ওপর কাজ শুরু করেছে। এই ফোনে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর থাকতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে নোকিয়াপাওয়ারউজারের প্রতিবেদন অনুযায়ী, Nokia 10 PureView আগামী বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। আপাতত এই ফোনটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এরসাথে কোম্পানি। Nokia 10 PureView ফোনটি সংস্থার Nokia 9.3 PureView-এর সাকসেসর বা উত্তরসূরী হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি নোকিয়া ৯.৩ পিওরভিউ এমাসের শেষে বা আগামী মাসে লঞ্চ হতে পারে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, নোকিয়া ১০ পিওরভিউ ফ্ল্যাগশিপ ফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৭৫ এসওসি চিপসেট থাকতে পারে। জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর এখনো লঞ্চ হয়নি। তবে আশা করা যায়, কোয়ালকম এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে এই চিপসেটটি বাজারে আনবে।

এদিকে স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর ছাড়াও নোকিয়া ১০ পিওরভিউ -এ স্যাফায়ার গ্লাস ডিসপ্লে এবং একটি স্টেইনলেস স্টিল ফ্রেম থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, এই ফোনটিতে নোকিয়ার অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই জিস (Zeiss) অপটিক্সের মাল্টি-ক্যামেরা সেটআপ থাকতে পারে।