Top 5 Cars: জীবনের প্রথম গাড়ি কিনছেন? আপনার জন্য সেরা পাঁচ মডেলের খোঁজ রইল

সারা জীবনে একটি গাড়ি কেনার স্বপ্ন দেখেন এমন মধ্যবিত্ত ভারতীয় এর সংখ্যা নেহাত কম নয়। সেই কারণেই শখ করে অনেকেই বাড়িতে আনতে চান আস্ত একটি চার চাকার মডেল। তবে সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই। ইউটিউবের দৌলতে বিলাসবহুল দামি গাড়ির অন্দরসজ্জা কিংবা ডিজাইন সকলের মন জয় করলেও লক্ষাধিক টাকা খরচ করে সেই দামি গাড়ির চাবি হস্তগত করার সুযোগ সাধারণত অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। এমনিতেও কোভিড মহামারীর বাড়বাড়ন্ত চোখের সামনে দেখার পর থেকেই গোটা বিশ্বজুড়েই মানুষজন আজ তাদের খরচে লাগাম টেনেছেন যথেষ্ট। তাদের কথা ভেবেই মাত্র ১০ লাখ টাকা(এক্স শোরুম মূল্য) বাজেটের মধ্যে ভারতের সেরা ৫ টি চোখ ধাঁধানো ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ গাড়ির তালিকা তৈরি করলাম আমরা।

১০ লাখের মধ্যে মেলা সেরা ৫ টি ভারতীয় গাড়ি-

Mahindra XUV300

এই তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে Mahindra XUV300 Turbosport মডেলটি। ভারতের অন্যতম সুরক্ষিত কম্প্যাক্ট এসইউভি গাড়ি হিসাবে যথেষ্ট নাম করেছে মাহিন্দ্রার তৈরি এই গাড়িটি। এর সবকটি ভ্যারিয়েন্টে চালিকাশক্তি সরবরাহ করে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১২৮ এইচপি শক্তি এবং সর্বাধিক ২৩০ এনএম টর্ক জেনারেট হয়। দাম শুরু হচ্ছে ৯.২৯ লাখ টাকা (এক্স শোরুম) থেকে।

Tata Nexon

এই মুহূর্তে আমাদের দেশের অন্যতম সুরক্ষিত গাড়ি বলতে একবাক্যে প্রত্যেকেই টাটা নেক্সন-কেই চেনেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও Mahindra XUV300 এর সাথে সমানে পাল্লা দিয়ে আসছে এটি। এর মধ্যেও রয়েছে ১.২ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন যা থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১১৮ বিএইচপি এবং ১৭০ এনএম। মাত্র ৮.৩০ লাখ টাকা(এক্স শোরুম) খরচ করেই হাতে মিলবে টাটা নেক্সন এর চাবি।

Tata Altroz

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরও একটি টাটা মোটরস এর গাড়ি। দেশের সবচেয়ে সুরক্ষিত হ্যাচব্যাক হল টাটা অ্যালট্রোজ। এর iTurbo এডিশনে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বর্তমান। ফাইভ স্পিড গিয়ার বক্স সমৃদ্ধ এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১০৮ এইচপি শক্তি এবং সর্বাধিক ১৪০ এনএম টর্ক জেনারেট হয়। টার্বো ইঞ্জিন যুক্ত টাটা অ্যালট্রোজ এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৯.১০ লাখ টাকা থেকে।

Maruti Suzuki Fronx

চলতি বছরেই মারুতি সুজুকি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের কুপ স্টাইলের মডেল Fronx। এর মধ্যে রয়েছে ১.০ লিটারের বুস্টার জেট পেট্রল ইঞ্জিন, যা ৯৯ এইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্সের পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে এর টপ মডেলে। Maruti Suzuki Fronx এর টার্বো ইঞ্জিন যুক্ত বেস সংস্করণের এক্স শোরুম মূল্য ৯.৭৯ লাখ টাকা।

Nissan Magnite এবং Renault Kiger

তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে Nissan Magnite এবং Renault Kiger। উভয় ক্ষেত্রেই একই ধরনের ইঞ্জিন দেখতে পাওয়া যায়। ১.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুই ক্ষেত্রেই। এই ইঞ্জিনের থেকে সর্বোচ্চ ৯৯ এইচপি শক্তি উৎপন্ন হয়। Nissan Magnite এর টার্বো ইঞ্জিন যুক্ত মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৯.১৯ লাখ টাকা থেকে। অন্যদিকে Renault Kiger এর টার্বো এডিশন মাত্র ১০ লাখ টাকা (এক্স শোরুম) খরচ করেই কিনতে পারা সম্ভব।