80W ফাস্ট চার্জিং ও 5G সাপোর্টের সঙ্গে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Vivo

Vivo X80 ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে চলা জল্পনার মাঝেই খবরের শিরোনামে ভিভোর একটি আপকামিং স্মার্টফোন। V2196A মডেল নম্বরের সেই ভিভো ডিভাইসটি চীনে 3C অথোরিটির শংসাপত্র পেয়ে উত্তীর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। ওই পোর্টালটি থেকে ভিভোর নামহীন অচেনা স্মার্টফোনটির চার্জিং সম্বন্ধীয় তথ্য সামনে এসেছে।

টিপস্টার হোয়াই ল্যাবের রিপোর্ট অনুযায়ী, 3C সার্টিফিকেশন পোর্টালে স্পট করা ভিভোর আসন্ন স্মার্টফোনের চার্জিং স্পিড ২০ ভোল্ট এবং ৪ অ্যাম্পিয়ার। যার অর্থ, এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে লঞ্চ হবে। আবার, এই হ্যান্ডসেটে 5G কানেক্টিভিটি থাকবে বলেও জানা গিয়েছে।

টিপস্টারের মতে, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ধীরে ধীরে ভিভোর কম ক্ষমতাসম্পন্ন ফোনে স্ট্যান্ডার্ড ফিচারে পরিণত হবে। আর ভিভো ভবিষ্যতে তাদের হাই-এন্ড মডেলে ৮০ ওয়াট র‍্যাপিড চার্জিং সাপোর্ট আরও বেশি করে দিতে চলেছে। আগামী কয়েকমাসের মধ্যে Vivo X80, Vivo X Fold, Vivo X Note একে একে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এবং প্রতিটি স্মার্টফোনেই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে বলে অনুমান।

প্রসঙ্গত, ভিভোর আপকামিং প্রিমিয়াম ফোন, Vivo X80 নিয়ে এখন প্রভূত চর্চা চলছে।এটি Sony IMX8 সিরিজের ক্যামেরা সেন্সরের সঙ্গে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ রিপোর্ট অনুযায়ী, এতে Dimensity 9000 ফ্ল্যাগশিপ প্রসসর, সংস্থার নিজস্ব ইমেজ সিগন্যাল প্রসেসর (V1 ISP), ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।