Extra Income: পুরোনো ফোন থেকে বিনা পরিশ্রমে হবে আয়, শুধু ইনস্টল করুন এই ৫টি App

আমাদের জীবনে টাকা নামক বস্তুটির ভূমিকা যে ঠিক কী, সে বিষয়ে আলাদা করে কাউকেই কিছু বলার প্রয়োজন নেই। টাকা ছাড়া জীবন অচল – এমন কথা প্রত্যেকের কাছেই মূলমন্ত্র। এদিকে বর্তমানে, এই মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জমানায় অনেকেই রোজগারের পথ খুঁজছেন; আবার কিছু মানুষ ধরাবাঁধা চাকরি থাকা সত্ত্বেও এক্সট্রা ইনকামের প্রয়োজনীয়তা অনুভব করছেন। এমত পরিস্থিতিতে যদি বাড়িতে বসেই টাকা রোজগার করা যায়, তাহলে কার না ভালো লাগে? সেক্ষেত্রে আপনিও যদি তেমন কোনো পরিশ্রম না করে বাড়িতে থেকেই পকেটে টাকা আনতে চান, তাহলে আমাদের কাছে আজ রয়েছে তার রাস্তা। আসলে আজ আমরা কিছু অ্যাপের কথা বলব, যাতে প্রচুর উপার্জন করা না গেলেও সহজেই পকেট মানি বা সাধারণ খরচের জোগান হয়ে যাবে। এর জন্য যেকোনো পুরোনো ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই কাজ মিটবে।

এই অ্যাপগুলি ফোনে থাকলেই হবে লক্ষ্মীলাভ বা উপার্জন

১. Meesho: বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে মিশো খুব জনপ্রিয়; এখানে সাধারণত বিভিন্ন জিনিস বিক্রি করা বা সস্তায় কেনা যায়। কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট রিসেলিং করেও আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের ইচ্ছামত মার্জিন (বা লাভের অঙ্ক) সেট করে বা সোজা কথায় বললে দাম বাড়িয়ে যেকোনো প্রোডাক্ট অন্যকে বিক্রি করতে পারবেন, আর কেউ সেই দামে প্রোডাক্ট কিনলে মার্জিনের সেই অঙ্ক লাভ হিসেবে পাওয়া যাবে। তবে এর জন্য আপনাকে প্রোডাক্টটির প্রচার করতে হবে।

২. Google Opinion: টেক জায়ান্ট গুগলের এই নিজস্ব অ্যাপ থেকে আপনি বিভিন্ন সমীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রশ্নের উত্তর দিয়ে নগদ টাকা বা ক্রেডিট উপার্জন করতে পারেন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ।

৩. U Speak We Pay: এই অ্যাপে আপনাকে কোনো একটি ভাষা নির্বাচন করতে হবে এবং স্ক্রিনে প্রদর্শিত সেই ভাষার বাক্যগুলি পড়তে এবং রেকর্ড করতে হবে; এই কাজের জন্যই আপনি টাকা পাবেন। এছাড়া আপনাকে রেফারেল প্রোগ্রামের অধীনেও টাকা দেওয়া হবে।

৪. TaskBucks: আপনি এই অ্যাপে গেম খেলে কয়েন উপার্জন করতে পারেন। এতে আয় করা যাবে কুইজ খেলেও। এছাড়াও আপনি সহজ কিছু কাজ করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিনামূল্যে রিচার্জ করে কয়েন উপার্জন করতে পারেন। এক্ষেত্রে কম্প্লিমেন্টরি টকটাইম জেতারও সুযোগ রয়েছে।

৫. OfferUp: এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনি আপনার ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এখানে লোকাল এবং ন্যাশনাল উভয়ভাবেই টাকা উপার্জন করা যাবে। এর জন্য কেবল একটি প্রোডাক্টের ছবি আপলোড করে তার বিষয়ে কিছু কথা বিবরণ হিসেবে লিখতে হবে।