1500 টাকা সস্তা, 50 মেগাপিক্সেল ক্যামেরা ও‌ ডলবি অডিও-র Moto G84 5G ফোনের প্রথম সেল আজ

Moto G84 5G ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল Moto G84 5G। আজ প্রথমবার এই ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। Flipkart থেকে দুপুর বারোটায় এই ডিভাইসের সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাবেন। ফিচারের কথা বললে Moto G84 5G ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

Moto G84 5G এর দাম ও সেল অফার

Moto G84 5G ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে পাওয়া যাবে – মিন্ট গ্রিন, পার্ল ব্লু এবং মিডনাইট ব্লু।

লঞ্চ অফার হিসেবে ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই ফোনের সাথে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। সাথে ইএমআই অফারের সুবিধা রয়েছে।

Moto G84 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি৫৪ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ফুলএইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান।

আবার মোটো জি৫৪ ৫জি এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর এই প্রধান সেন্সরটির সাথে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত রয়েছে।

পারফরম্যান্সের জন্য Moto G84 5G হ্যান্ডসেটে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে গ্রাফিক্সের জন্য আইএমজি বিএক্সএম-৮-২৫৬ জিপিইউ যুক্ত রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিনে চলবে।

এদিকে Moto G54 5G ডিভাইসটি বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ আবার মোটোর এই ফোনে ৫জি সাপোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ একটি স্টেরিও স্পিকার, এনএফসি, ব্লুটুথ ভি৫.৩, ওয়াই-ফাই, জিপিএস, একটি সাইড- মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে।