Huawei P50 সিরিজ সবচেয়ে বড় ক্যামেরা সেন্সর সহ আগামী মাসে লঞ্চ হবে

Huawei-এর ক্যামেরা সেন্ট্রিক P সিরিজের স্মার্টফোন সাধারণত জানুয়ারি-মার্চের (প্রথম ত্রৈমাসিক) মধ্যেই লঞ্চ হয়ে থাকে। তবে Android এর বিকল্প হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেম Harmony OS 2.0 প্রি-ইনস্টল করার উদ্দেশ্যে এবং পণ্যের জোগান-শৃঙ্খলে (সাপ্লাই চেন) সমস্যার কারণ এ বছর Huawei P50 সিরিজের লঞ্চকে বিলম্বিত করেছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছিল, Huawei P50 লাইনআপ জুনেই বাজারে আসতে পারে৷ যদিও এক ব্লগারের মতে, হুয়াওয়ে পি ৫০ এর লঞ্চের দিনক্ষণ আরও পিছিয়ে যাবে।

Huawei P50 সিরিজ কখন লঞ্চ হবে

হুয়াওয়ে পি ৫০ সিরিজের লঞ্চের তারিখ লিক করতে গিয়ে এক চীনা ডিজিটাল ব্লগার উইবোতে ১০১১০১১০০১ বাইনারি কোড শেয়ার করেছেন। যা কনভার্ট করলে দাঁড়াচ্ছে ৭২৯, অর্থাৎ পি৫০, পি৫০ প্রো এবং পি৫০ প্রো+ জুলাইয়ের ২৯ তারিখে লঞ্চ হওয়ার দিকেই ওই টিপস্টার ইঙ্গিত করেছেন।

Huawei P50 সিরিজে শুধু কি 4G ডিভাইস থাকবে

আরেকজন টিপস্টারের মতে সাপ্লাই চেনে ইস্যু থাকার জন্য হুয়াওয়ে পি৫০ সিরিজে ৪জি কিরিন চিপসেট থাকতে পারে। যদিও এরকম ফ্ল্যাগশিপ ফোনে ৫জি ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

Huawei P50 সিরিজের ক্যামেরা ডিপার্টমেন্ট

হুয়াওয়ের পি সিরিজের ফোনগুলিতে ক্যামেরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আসন্ন হুয়াওয়ে পি৫০ লাইনআপে ক্ষেত্রেও কিন্তু তার ব্যতীক্রম হবে না। আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য পি ৫০ স্মার্টফোনে ১/১.৮ ইঞ্চি সেন্সর থাকতে পারে। ফলে হুয়াওয়ে পি ৫০ সবচেয়ে বড় আল্ট্রাওয়াইড ক্যামেরার স্মার্টফোন হতে পারে।

হুয়াওয়ে পি ৫০ প্রো ও হুয়াওয়ে পি ৫০ প্রো+ স্মার্টফোনে ১ ইঞ্চি Sony IMX800 মেইন লেন্স থাকবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্মার্টফোন ক্যামেরা সেন্সর হিসবে পরিচিত। বেস মডেল অর্থাৎ হুয়াওয়ে পি ৫০ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে – মেইন লেন্স + আল্ট্রাওয়াইড ক্যামেরা + টেলিফটো ক্যামেরা।

হুয়াওয়ে পি ৫০ প্রো-তে ট্রিপল ক্যামেরা সিস্টেমই থাকবে। তবে প্রাইমারি লেন্স, আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি এতে পেরিস্কোপ লেন্স দেখা যেতে পারে। অপরদিকে হুয়াওয়ে পি ৫০ প্রো + মেইন ক্যামেরা, আল্ট্রাওয়াইড লেন্স, টেলিফটো ক্যামেরা, পেরিস্কোপ লেন্স, এবং ToF ডেপ্থ সেন্সর সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন