Electric Car: অল্প দামে বৈদ্যুতিক গাড়ি কেনার ইচ্ছাপূরণ করবে Tata, Mahindra-রা, 2023-এ লঞ্চ হবে এই চার EV

জ্বালানি তেলের মূল্য ছ্যাঁকা ধরানোর ফলে অনেককেই জীবাশ্ম তেল চালিত গাড়ির থেকে মুখ ফেরাচ্ছেন। বিকল্প জ্বালানির মধ্যে বৈদ্যুতিক মডেলের চাহিদা তাই দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এক্ষেত্রেও সমস্যা পিছু ছাড়েনি। ব্যটারি গাড়ির উচ্চমূল্য গোঁদের উপর বিষফোঁড়া হয়ে রয়ে গিয়েছে। তবে ভারতে ২০২৩-এ এমন কয়েকটি গাড়ি বাজারে আসতে চলেছে যেগুলি দেশের সর্বাধিক সাশ্রয়ী মডেলের তকমা পেতে চলেছে। এই প্রতিবেদনে তেমনই ভারতে আসন্ন সেরা চার ইলেকট্রিক গাড়ির হদিশ রইল।

Tata Tiago EV

টাটা মোটরসের পোর্টফোলিও-তে Tiago EV হল তৃতীয় বৈদ্যুতিক মডেল। আবার এখনও পর্যন্ত হ্যাচব্যাক গাড়িটি দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক মডেল হিসেবে এসেছে। এর দাম ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি ১৯.২ কিলোওয়াট আওয়ার ও ২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায়। সিঙ্গেল চার্জে যাদের রেঞ্জ যথাক্রমে ২৫০ কিমি ও ৩১৫ কিমি। ০-৬০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ তুলতে ৫.৭ সেকেন্ড সময় নেয়। Tata Tiago EV-এর টপ এন্ড মডেলটির দাম ১১.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ২০২৩-এর জানুয়ারি থেকে এর ডেলিভারি শুরু হবে।

Mahindra XUV400

৮ সেপ্টেম্বর মাহিন্দ্রা তাদের প্রথম SUV মডেল XUV400-এর উন্মোচন করেছিল। ২০২৩-এর জানুয়ারিতে এটি বাজারে হাজির করা হবে। এতে ব্যবহার করা হয়েছে একটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ইলেকট্রিক মোটরটিকে ১৫০ বিএইচপি শক্তি এবং ৩১০০ এনএম টর্ক উৎপন্ন করতে সহায়তা করবে। আবার সিঙ্গেল চার্জে ৪৫৬ কিলোমিটার রেঞ্জ দেবে। ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ৫০ মিনিটে ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। Mahindra XUV400-এর দাম ১৫-২০ লক্ষ টাকা রাখা হবে বলে অনুমান।

Tata Punch EV

টাটার পরবর্তী ইলেকট্রিক মডেলটি হতে পারে Punch EV। আইসি মডেলের এই মিনি এসইউভি মডেলটির বিক্রিতে বাড়বাড়ন্ত দেখে এবারে ব্যাটারি চালিত মডেলে লঞ্চের পরিকল্পনা নিয়েছে টাটা। লঞ্চের পর এটি Tigor EV ও Nexon EV-র মধ্যেকার ফারাক ঘোচাবে। গাড়িটি সংস্থার ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। ২০২৩-এর প্রথমার্ধেই ভারতের বাজারে এটি পা রাখবে বলে আশা করা হচ্ছে। আসন্ন Citroen C3 EV-র সাথে সম্মুখ সমরে নামবে Tata Punch EV।

Tata Harrier EV

বর্তমানে Tata Harrier EV বাজারে আসা নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষো চলছে। সেই খবর যদি সত্যি হয়ে থাকে তবে আশা করা যায় ২০২৩-এর দ্বিতীয়ার্ধে গাড়িটি বাজারে আত্মপ্রকাশ করবে। এই ইলেকট্রিক এসইউভি গাড়িটি সংস্থার Omega-Arc প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসতে পারে। যদিও এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনো সামনে আসেনি তবে অনুমান করা হচ্ছে Harrier EV-র মূল্য ২৪-২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।